আবারও হিন্দি গানের ভিডিওতে মাহিম
মাহিম করিম। পেশায় ব্যবসায়ী। মডেলিং করছেন তিনি শখের বশে। বাংলা ও হিন্দি গানের ভিডিওতে মডেল হয়েছেন তিনি বেশ কয়েকবার।
সম্প্রতি তাঁর নতুন একটি হিন্দি গানের ভিডিও ভারতের প্রতিষ্ঠান টি সিরিজের ব্যানারে ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘এক তেরা ছায়া হো।’ গানটিতে কণ্ঠ দিয়েছেন স্যাম ও ফারাজ। গানের কথা লিখেছেন আবির। সঙ্গীতায়োজন করেছেন ফারাজ ও রুম্মান। আর ভিডিওতে মাহিমের বিপরীতে মডেল হয়েছেন ভারতের উপমা।
গানটি প্রসঙ্গে মাহিম বলেন,‘গানের দৃশ্যায়ন বৈচিত্র্যতা রয়েছে। ভারতের দৃষ্টিনন্দন লোকেশন ভিডিওর জন্য চিত্র ধারণ করা হয়েছে। কাজটি করে আমার ভালো লেগেছে। ভবিষ্যতে আরো ভালো কাজ দর্শকদের উপহার দিতে চাই।’
মাহিম করিম এর আগে ‘ইতনা দূর’, ‘এত দূরে কেন চলে যাওয়া’, ‘এত ভালোবাসি তোমায়’ ‘এই কাছে আসা ফের ভালোবাসাকে উপেক্ষা করে দূরে চলে যাওয়া' গানের ভিডিওয়ের মডেল হয়েছিলেন।