মুসলিম গুপ্তচরের ভূমিকায় রাধিকা আপ্তে
মিশেল উইন্টারবটমের চলচ্চিত্র ‘দ্য ওয়েডিং গেস্ট’ ছবির পর আরো একটি হলিউড ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ‘প্যাডম্যান’ খ্যাত অভিনেত্রী রাধিকা আপ্তে।
মুম্বাই মিররের খবরে প্রকাশ,নতুন এই হলিউড ছবিতে তাঁকে দেখা যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশদের পক্ষে মুসলিম গুপ্তচর নূর ইনায়াত খানের চরিত্রে।
ব্যতিক্রমী এই চরিত্র সম্পর্কে রাধিকা বলেন, ‘এটা সত্যিই অসাধারণ একটি চরিত্র।অনেক ভারতীয় নাগরিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিল যাঁদের গল্প কেউ জানে না। নূরের বাবা একজন ভারতীয় মুসলিম ছিল এবং সে শান্তিবাদে বিশ্বাস করত। এটা একটি অনুপ্রেরণামূলক আন্দোলন যেখানে অনেক দেশ ভিন্নপথে একই জায়গায় হাজির হয়েছে। প্রত্যেকটি ছবি যা আমি দেশের বাইরে করি সেগুলোতে এমন সব চরিত্র থাকে যা আমি নিজের মধ্যে খোঁজার চেষ্টা করি। তাই আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করতে পেরে খুশি।’
ছবিটি পরিচালনার পাশাপাশি সহ-প্রযোজনা করেছেন লিডিয়া ডিন পিলচার। এ ছাড়া কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ব্যাটম্যান বিগিনিস খ্যাত অভিনেতা লিনাস রোচে এবং রিবার খ্যাত অভিনেতা রসিফ সাদারল্যান্ডকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ফ্রান্সের নাৎসি বাহিনী অধ্যুষিত এলাকায় গুপ্তচরবৃত্তি চালান দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম নারী ওয়ারলেস অপারেটর ও গুপ্তচর নূর ইনায়েত খান। তিনি নূর বেকার নামেও পরিচিত। যুদ্ধে সফলভাবে গুপ্তচরবৃত্তির জন্য পরবর্তী সময়ে জর্জ ক্রস, যুক্তরাজ্যের সর্বোচ্চ নাগরিক এবং মিস অ্যাটকিনস আর্মি পুরস্কারে ভূষিত হন তিনি।