ঢাকার চেয়ে কলকাতায় এগিয়ে শাকিবের ‘চালবাজ’

Looks like you've blocked notifications!

কলকাতায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘চালবাজ’। গত ২০ এপ্রিল ভারতের ৯১টি সিনেমা হলে ছবিটি মুক্তি পায়।

আগামী শুক্রবার বাংলাদেশে ছবিটি মুক্তি পাচ্ছে। এরই মধ্যে সেন্সর বোর্ডের অনুমতি নিয়ে মুক্তির প্রস্তুতি চলছে। কিন্তু বাংলাদেশে আশিটির বেশি সিনেমা হলে ছবিটি মুক্তি দিতে চান না ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ ট্রেডার্সের কর্ণধার গোলাম কিবরিয়া লিপু। সে হিসেবে ঢাকায় চেয়ে কলকাতায় এগিয়ে শাকিবের ‘চালবাজ’।  

সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রযোজক গোলাম কিবরিয়া লিপু তাঁর এন ইউ ট্রেডার্সের মাধ্যমে ছবিটি বাংলাদেশে আমদানি করছেন। ছবিটি প্রযোজনা করেছে কলকাতার প্রতিষ্ঠান এসকে মুভিজ। 

লিপু এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল আমরা সেন্সর বোর্ডের অনুমতি পেয়েছি ছবিটি প্রদর্শনের জন্য। কিন্তু এর আগে থেকেই সিনেমা হল মালিকরা ছবিটি প্রদর্শনের জন্য বুকিং করেন। আমরাও ২৭ তারিখ মুক্তিকে কেন্দ্র করে সব প্রস্তুতি নিচ্ছি। সিনেমা হলের মালিকরা অনেক বেশি আশা করছেন ছবিটি নিয়ে। আমরাও আশা করছি ছবিটি দর্শক পছন্দ করবে।’

ছবিটি আশি সিনেমা হলে মুক্তি প্রসঙ্গে লিপু বলেন, ‘আমরা আশিটি সিনেমা হলের বেশি হলে ছবিটি মুক্তি দিতে চাই না, কারণ আমাদের দেশে আড়াইশ সিনেমা হল থাকলেও ভালো সিনেমা হলের সংখ্যা সত্তর আশিটা। যারা টাকা দিয়ে সিনেমা নেওয়ার যোগ্যতা রাখে। আর বাকি সিনেমা হলগুলো কোন মতে টিকে আছে। যে কারণে আমরা বাছাই করে আশিটির মতো সিনেমা হলে ছবিটি মুক্তি দেবো।’

রমজানের আগে এতো বড় ছবি মুক্তি পায়না জানিয়ে লিপু বলেন, ‘রমজান মাসে সাধারণতো এতো বড় বাজেটের ছবি কেউ মুক্তি দেয়না। কারণ সবেবরাতের পর থেকে সিনেমা হলে দর্শক কমতে থাকে। রমজান মাসে দর্শক প্রায় শুন্যের কোঠায় চলে যায়। শাকিব খানের ছবি পেয়ে সিনেমা হল মালিকরা একটু বেশিই আনন্দিত কারণ সবেবরাতের আগে কিছুটা ব্যবসা করার সম্ভবনা রয়েছে।’

জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবিতে শাকিব ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রজতভ দত্ত, সুপ্রিয় দত্ত, সৈয়দ হাসান ইমাম, আশীষ বিদ্যার্থী প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ।