শাকিবের কাঁধে ভর করেই কলকাতার ছবি ১০৫ হলে
ছবি কলকাতার, কিন্তু নায়ক বাংলাদেশের। ছবির নাম ‘চালবাজ’, আর নায়ক হলেন শাকিব খান। ছবিটি আজ বাংলাদেশে মুক্তি পেয়েছে ১০৫টি হলে। আর গত শুক্রবার মুক্তি পেয়েছিল কলকাতায়, ৯১টি হলে।
দীর্ঘদিন ধরেই সাফটা চুক্তির মাধ্যমে কলকাতার ছবি বাংলাদেশে মুক্তি পাচ্ছে, কিন্তু কোনো ছবি ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি। তবে ‘চালবাজ’ মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই সিনেমা হল মালিকদের বুকিং শুরু হয়ে যায়। জানা যায়, ছবিটি সর্বোচ্চ টাকা দিয়ে সিনেমা হল মালিকরা নিয়ে গেছেন, যা চলতি বছরে বাংলাদেশের কোনো ছবি পায়নি।
বাংলাদেশের প্রযোজক গোলাম কিবরিয়া লিপু তাঁর এন ইউ ট্রেডার্সের মাধ্যমে ছবিটি বাংলাদেশে আমদানি করেছেন। লিপু বলেন, ‘এই প্রথমবার সাফটা চুক্তির মাধ্যমে কোনো ছবি বাংলাদেশে মুক্তি দিয়ে টাকা পেয়েছি। বড় উৎসবগুলোতে সাধারণত শতাধিক সিনেমা হলে ছবি মুক্তি পায়। এবার কোনো উৎসব ছাড়াই ১০৫টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেল।’
ছবিটি সম্পর্কে শাকিব খান বলেন, ‘আমি তো প্রতিদিনই কলকাতার খবর নিচ্ছি। ছবির প্রযোজক ছবির ব্যবসা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তা ছাড়া সেখানকার গণমাধ্যমের বরাত দিয়েও জানতে পেরেছি, ছবিটি সেখানে ভালো চলছে।’
বাংলাদেশে ছবিটি কেমন চলবে—জানতে চাইলে হেসে উত্তর দেন শাকিব। তিনি বলেন, ‘যাঁদের জন্য আমি শাকিব খান, তাঁরা আমার ছবি অবশ্যই দেখবেন। আরে এটা কলকাতার ছবি না, এটা শাকিব খানের ছবি। কলকাতায় মুক্তি পেয়েছে শাকিব খানের ছবি হিসেবে, যে শাকিব খানকে তৈরি করেছে বাংলাদেশের মানুষ। তো বাংলাদেশে তো আমার ছবি ভালো চলবেই।’
জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবিতে শাকিব ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রজতভ দত্ত, সুপ্রিয় দত্ত, সৈয়দ হাসান ইমাম, আশীষ বিদ্যার্থী প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে কলকাতার এস কে মুভিজ।