উত্তরায় তিন নায়িকার ‘পাপ কাহিনি’

Looks like you've blocked notifications!

শুরু হলো নতুন চলচ্চিত্র ‘পাপ কাহিনি’র শুটিং। গতকাল বুধবার উত্তরার একটি শুটিং হাউজে ছবির শুটিং শুরু হয়। সোহানা সাবা, বিপাশা কবির ও তমা মির্জা এই তিন নায়িকাকে নিয়ে ছবিটি পরিচালনা করছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
 
শুটিংয়ে উপস্থিত ছিলেন শহীদুজ্জামান সেলিম, মডেল-অভিনেতা ইমন, সোহানা সাবা, বিপাশা কবির, তমা মির্জাসহ অনেকে। ছবিতে আরো অভিনয় করছেন আনিসুর রহমান মিলন।

ছবি নিয়ে বিপাশা কবির বলেন, ‘অভিনয়ের যে ক্ষুধা তা থেকেই আমি চলচ্চিত্রে কাজ করতে এসেছি, সে ক্ষুধা কিছুটা হলেও মিটবে বলে মনে হয় এই ছবির মাধ্যমে।অনেক সুন্দর একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। আমার যেমন ভালো লাগছে তেমনি দর্শকও ছবিটি পছন্দ করবেন বলে আমি মনে করি।’ 

আনিসুর রহমান মিলন বলেন, ‘আমি সবসময় নতুন চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসতে চাই। নিজেকে বিভিন্ন চরিত্রে সাজাতে চাই। এই ছবির গল্প ও আমার চরিত্রটা আমাকে আকৃষ্ট করেছে। গতকাল ছবির শুটিং শুরু হলো, কিন্তু আমি প্রথম দিন কাজ করতে পারিনি। আগে থেকেই অন্য একটি কাজের শিডিউল দেওয়া ছিল। আশা করি আগামী দুয়েকদিনের মধ্যে আমি কাজটির সঙ্গে যুক্ত হবো।’  

ছবির গল্প নিয়ে জয় বলেন, ‘ছবির গল্পটি মিডিয়ার দুই সেলিব্রেটি বোনকে নিয়ে। কোনো এক কারণে দুই বোনের এক বোন নিখোঁজ হয়ে যায়। আর এই রহস্য বের করার দায়িত্ব পড়ে ডিবি অফিসারের চরিত্রে অভিনয় করা মিলনের কাঁধে। সেখান থেকেই গল্পটি ভিন্নদিকে মোড় নেয়। একের পর এক রহস্য ভেদ করে এগিয়ে যান মিলন। এর বেশি বলতে চাই না। আশা করি সবার কাছে ছবিটির গল্প ভালো লাগবে।’