মা নার্গিস দত্তের স্মরণে সঞ্জয় দত্ত

Looks like you've blocked notifications!

আজ বলিউড তারকা নার্গিস দত্তের ৩৭তম মৃত্যুবার্ষিকী। এই দিনে তাই ইনস্টাগ্রামে মাকে স্মরণ করলেন সঞ্জয় দত্ত। মায়ের সঙ্গে একটি সাদাকালো ছবি ইনস্টাগ্রামে পোস্ট দেন তিনি। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, ১৯৮১ সালে সঞ্জয় দত্তের প্রথম ছবি ‘রকি’ মুক্তির তিন দিন আগে ক্যানসারে ভুগে মারা যান তিনি। 

ছবিটির ক্যাপশনে সঞ্জয় দত্ত লিখেন, ‘আমি যা কিছু হয়েছি, তা সবকিছুই তোমার জন্য। মা, আমি এখনো তোমার অভাব বোধ করি।’ এ ছাড়া ক্যানসারে ভুগে মায়ের মৃত্যু হওয়ায় মায়ের নামে আগেই একটি ফাউন্ডেশন খুলেছেন সঞ্জয় দত্ত। নার্গিস দত্ত ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠানটি ভারতের ক্যানসার আক্রান্ত রোগীদের নিয়ে কাজ করছে।

ভারতের চলচ্চিত্র ইতিহাসে সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম নার্গিস দত্ত। ভারতের স্বাধীনতার আগে থেকেই চলচ্চিত্রে অভিনয় করে আসছেন তিনি। তালাশে হক, নার্গিস, মেহেন্দি, দিদার, আধিরাত, হালচাল, পরদেশী মাদার ইন্ডিয়া, ইয়াদে, রাত অর দিন নার্গিস দত্তের উল্লেখযোগ্য ছবির মধ্যে অন্যতম। ১৯৫৫ সালে তিনি বিয়ে করেন সুনীল দত্তকে।