আজ মুক্তি পাচ্ছে ১০২ নটআউট
প্রায় ২৭ বছর পর ‘১০২ নটআউট’ ছবির মাধ্যমে আবার একসঙ্গে পর্দায় অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চন ও ঋষি কাপুরকে। শুধু তাই নয়, ছবির নামানুসারে পর্দায় অমিতাভের বয়স দেখানো হবে ১০২ বছর। অন্যদিকে ঋষি কাপুরের বয়স দেখানো হবে ৭৫ বছর এবং তাঁদের মধ্যকার সম্পর্কটা বাপ-ছেলের। আর ব্যতিক্রমী ধরনের এই ছবি মুক্তি পাচ্ছে আজ।
এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে ছবিটির টিজার-ট্রেইলার এবং গানগুলো। ছবিটির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন বলিউড তারকা রেখা ও এবং ঋষি কাপুরপত্নী নিতু সিং। এ ছাড়া প্রিমিয়ারে আরো হাজির হয়েছিলেন প্রেম চোপড়া, ডেভিড ধাওয়ান ও ঋষি কাপুরের মা কৃষ্ণা রাজ কাপুর।
সৌম্য যোশির লেখা জনপ্রিয় গুজরাটি নাটক থেকে নেওয়া হয়েছে ছবিটির কাহিনী। ছবিতে অমিতাভ ও ঋষি কাপুর ছাড়াও অভিনয় করেছেন পরেশ রাওয়াল ও জিমিত ত্রিবেদী। প্রযোজনায় রয়েছে ট্রিটপ এন্টারটেইনমেন্ট, সনি পিকচার্স, এন্টারটেইনমেন্ট ইন্ডিয়া, বেঞ্চমার্ক পিকচার্স। এ দুই তারকা একসঙ্গে অভিনয় করেছেন বেশ কিছু হিট বলিউড ছবিতে। সেগুলোর মধ্যে অমর আকবর অ্যান্থনি, কাভি কাভি ও কুলি অন্যতম।