‘মরণ কামড়’-এ টিকে রয়েছে ছোট সিনেমা হল

ঢাকার কাকরাইলে একই সঙ্গে দুটি সিনেমা হল রাজমনি ও রাজিয়া। রাজমনি সিনেমা হলে আসন সংখ্য এক হাজার ১০০, আর রাজিয়ায় ৪০০ আসন। রাজমণিতে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে চলচ্চিত্র ‘ধূসর কুয়াশা’। আর রাজিয়াতে চলছে ১৯৯৯ সালে মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র ‘মরণ কামড়’। হল কর্তৃপক্ষ জানায়, এমন সিনেমা দিয়েই টিকে রয়েছে দেশের রাজিয়ার মতো প্রায় ১০০ সিনেমা হল।
গতকাল ৩টার শো ‘মরণ কামড়’ ছবি দেখতে এসেছেন স্থানীয় হকার ইলিয়াস আলী। পুরোনো ছবি কেন দেখছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘ভাই এখন আর ছবি দেখতে ভালো লাগে না। তার পরও চলে আসি, আর পুরোনো ছবিগুলোই দেখি। এসব ছবির গল্প সুন্দর, শিল্পীদের অভিনয় সুন্দর।’
নিয়মিত ছবি দেখেন কি না জানতে চাইলে ইলিয়াস বলেন, ‘প্রায় এক মাস পরে ছবি দেখতে আসলাম। কারণ, এখন সিনেমা হলে বেশি চলে কলকাতার ছবি, তাদের এই ছবিগুলো তো আমরা মোবাইল ফোনেই দেখতে পাই। এ কারণে সিনেমা হলে এসে ছবি দেখার আর ইচ্ছে হয় না।’
কেমন চলছে ‘মরণ কামড়’ জানতে চাইলে রাজিয়া’ সিনেমা হলের টিকেট বিক্রেতা মোহাম্মদ কফিল উদ্দিন বলেন, ‘দুপুরের শোতে ১২টি টিকেট বিক্রি হয়েছে। সন্ধার শোতে ১৮টি। এভাবেই চলছে ‘মরণ কামড়’। সপ্তাহজুড়েই ছবিটি একই তালে চলবে। তবে মাঝেমধ্যে এসব পুরোনো ছবিতে দর্শক বেশি হয়, একদিন ঠিক মতো দর্শক এলেই ছবির টাকা চলে আসে।
এভাবে টিকেট বিক্রি হলে সিনেমা হল কীভাবে চলে জানতে চাইলে কফিল বলেন, ‘ভাই এখন নতুনদের যে অবস্থা, তাদের গল্পের চেয়ে এই সব ছবির গল্প ভালো, শিল্পীদের অভিনয় ভালো, এরেজমেন্ট ভালো। আবার ছবিটি চালাতে গেলে আমাদের খরচ অনেক কম। এ কারণে আমাদের ছোট হলটিতে সব সময়ই পুরোনো ছবি প্রদর্শন করি।’
পুরোনো ছবি চালাতে কেমন খরচ হয়, জানতে চাইলে কফিল বলেন, ‘একটি ছবির জন্য এক সপ্তাহে ছবির প্রযোজককে দেই তিন হাজার টাকার মতো। তাঁরা আমাদের পেনড্রাইভে ছবিটি দিয়ে দেন। তার পর আমাদের যে প্রজেক্টর রয়েছে তাতেই ছবিটি চালাতে পারি। এ ক্ষেত্রে নতুন ছবির মতো প্রজেক্টর ভাড়া দিতে হয় না, সঙ্গে প্রতি টিকেটের দুই টাকাও দিতে হয় না। যেটা বিক্রি হয় তার পুরোটাই আমাদের থাকে। যদি হিসাব করেন, দেখবেন নতুন ছবির চেয়ে এই ছবিগুলোতে আমাদের লাভ বেশি। এ ছাড়া দেশের প্রায় ১০০ সিনেমা হল রয়েছে যারা ৩০০ থেকে ৪০০ আসন নিয়ে সিনেমা হল চালায়। তাদের হলগুলো ‘মরণ কামড়’-এর মতো সিনেমা দিয়েই টিকে রয়েছে।
‘মরণ কামড়’ অ্যাকশনধর্মী ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারী। ছবিতে অভিনয় করেছেন নায়ক মান্না, আমিন খান, মুনমুন, ময়ূরী, সাদেক বাচ্চু প্রমুখ।