গাহি সাম্যের গান প্রতিযোগিতার প্রাথমিক বাছাই শেষ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/05/05/photo-1525535803.jpg)
পবিত্র রমজান উপলক্ষে ইসলামী গানের প্রতিযোগিতামূলক সংগীতানুষ্ঠান ‘গাহি সাম্যের গান’-এর আয়োজন করেছে এনটিভি। রাজধানীর তেজগাঁওয়ের এনটিভির স্টুডিওতে ঢাকা বিভাগের প্রতিযোগীদের বাছাইয়ের মাধ্যমে আজ শনিবার শেষ হলো প্রাথমিক বাছাই।
এর আগে ১ মে থেকে শুরু হয়েছিল সারা দেশের বিভাগীয় শহরের প্রাথমিক বাছাই প্রক্রিয়া। কাল ৬ মে এসব প্রতিযোগীদের মধ্য থেকে ৩৬ জনকে মূল প্রতিযোগিতার জন্য চূড়ান্ত করা হবে। আর এদের নিয়েই বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতামূলক সংগীতানুষ্ঠান গাহি সাম্যের গান।
ক্রাউন সিমেন্ট এবং আরএফএলের সহযোগিতায় অনুষ্ঠানটি প্রথম রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা ১০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।