সোনম-আনন্দের ইয়ে থেকে বিয়ে

আজ বাদে কাল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সোনম। গতকাল ছিল সোনম-আহুজার মেহেদী রাত। দীর্ঘদিনের প্রেমের অবসান ঘটিয়ে আগামীকাল আনন্দ আহুজার সঙ্গে মালাবদল করবেন ‘সাওয়ারিয়া’ খ্যাত এই বলিউড অভিনেত্রী। কিন্তু কিভাবে হল তাঁদের প্রেমের শুরু? কে কাকে প্রথম পছন্দ করেছিল? অথবা কে প্রথম খুলে বলেছিল মনের কথা? জুম টিভির খবরে প্রকাশ, আনন্দ আহুজাই নাকি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলেন সোনম কাপুরকে। প্রেমের প্রস্তাবও নাকি প্রথম তাঁর কাছ থেকেই আসে।
আনন্দ আহুজার সঙ্গে সোনম কাপুরের দেখাই হত না যদি না সোনমের পারনিয়া কোরেশী নামের একজন নকশাকারক বন্ধু না থাকত। দিল্লি ও লন্ডন দুই দেশেই ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আনন্দের। ‘ভানে’ নামের একটি ফ্যাশন হাউজ ছাড়াও একটি মাল্টি ব্রান্ড স্নিকারের শোরুমও রয়েছে আনন্দের। ব্যবসার খাতিরে পারনিয়ে কোরেশীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে আনন্দের। আর তাঁর মাধ্যমেই ২০১৪ সালে সোনমের সঙ্গে পরিচয় হয় আহুজার।
পরিচয়ের এক মাসের মাথায় নিজের মনের কথা সোনমকে জানান আনন্দ। সোনমও হ্যাঁ করে দেন আহুজাকে। যদিও গণমাধ্যমের সামনে আনন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনও মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। চার বছরের প্রণয়ের শেষে সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন তাঁরা।
বিয়ের আনুষ্ঠানিকতার শুরুর অংশ হিসেবে গতকাল রাতে বান্দ্রায় শুরু হয় সোনমের মেহেদি রাত। যেখানে যুগল নাচে অংশ নেন আনন্দ-সোনম। আজ রাতে সঙ্গীত অনুষ্ঠান শেষে আগামীকাল দুপুর ১১ টা থেকে সাড়ে ১২ টার মধ্যে সোনমের খালা কবিতা সিংহের বাসায় হবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা। বিকেলের দিকে মুম্বাইয়ের ‘লীলা’ হোটেলে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান।