নায়িকা ইরিনের অবস্থান জানতে চায় চলচ্চিত্র শিল্পী সমিতি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিদ্ধান্ত অনুযায়ি, শিল্পী সমিতির পূর্ণ সদস্যপদ প্রাপ্তদের যাচাই বাছাই করা হয়েছে। যাঁরা শিল্পী সমিতির গঠনতন্ত্র না মেনে শিল্পী সমিতির সদস্য হিসেবে আছেন, এমন ২৬০ জন শিল্পীর তালিকা চূড়ান্ত করে তাঁদের উপস্থিতিতে গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি শিল্পী সমিতিতে যাচাই করা বাছাইহয়।
তাঁদের মধ্যে নায়িকা মৌসুমীর ছোট বোন নায়িকা ইরিন জামানকেও তলব করা হয়েছিল। এফডিসিতে গুঞ্জন চলছে, ইরিনকে সদস্য পদ থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু সমিতির সাধারন সম্পাদক জায়েদ খান জানান, নায়িকা ইরিন জামানের বর্তমান অবস্থান জানতে চেয়ে শিল্পী সমিতি তাঁকে চিঠি দিয়েছে মাত্র।
এ বিষয়ে জায়েদ খান বলেন, ‘আমাদের সমিতির কোন শিল্পী কোথায় আছেন তা আমরা জানি। সমিতির বিভিন্ন বিষয়ে তাঁদের আমরা জানাতে পারি। কোন সমস্য হলে তাঁদের পাশে দাঁড়াই। এমনকি অন্য শিল্পীরা সমস্যায় পরলে আমরা সুস্থ শিল্পীদের তাঁদের পাশে দাঁড়াতে বলি। প্রায় সব শিল্পীরই স্থায়ী ঠিকানা আমাদের কাছে আছে। কিন্তু নায়িকা ইরন জামানের কোন ঠিকানা আমাদের কাছে নেই। যে কারণে উনার অবস্থান জানতে আমরা চিঠি পাঠিয়েছি তাঁকে।
জায়েদ খান আরো বলেন, ‘আমরা এরই মধ্যে শিল্পী সমিতির ওয়েবসাইট করছি। সেখানে শিল্পীদের ছবিসহ পরিচয় থাকবে। যে কারণে শিল্পীদের অবস্থান জানাটা আমাদের জন্য জরুরি। চলচ্চিত্র শিল্পীর নাম ভাংগিয়ে অনেকেই অনেক খারাপ কাজের সাথে যুক্ত হচ্ছেন। যে কারনে আমরা ওয়েব সাইড করছি। কে চলচ্চিত্র শিল্পী তা আমাদের ওয়েব সাইড দেখলেই জানতে পারবেন। আমরা চাই, একজন শিল্পীর বিষয়ে পুরো তথ্য যেন আমাদের সাইডে থাকে।’
শিল্পী সমিতিতে বর্তমানে ৬২৪ জন পূর্ণ সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে ২৬০ জন সদস্যকে সমিতিতে তলব করে যাচাই বাছাই করা হয়েছে। তবে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেয়া হয়েছে তা এখনও জানা যায়নি।
এই তলব বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উপদেষ্টা সৈয়দ হাসান ইমাম, ফারুক, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, উজ্জ্বল প্রমুখ।
সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯৯ সালে শাকিব খানের বিপরীতে চলচ্চিত্রে পা রাখেন অভিনেত্রী ইরিন জামান। এরপর তিনি আটটি ছবিতে নায়িকা হিসেবে কাজ করছেন। এ ছাড়া অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন পার্শ্বচরিত্রে। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।