বাপ্পীকে নিয়ে ফিরছেন অপু বিশ্বাস
আজ থেকে নতুন চলচ্চিত্রের কাজ শুরু করলেন নায়িকা অপু বিশ্বাস। এবার তিনি জুটি বেঁধে অভিনয় করছেন নায়ক বাপ্পীর সঙ্গে। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ নামের চলচ্চিত্রটি পরিচালনা করছেন দেবাশীষ বিশ্বাস। ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।
২০০১ সালে শাবনূর ও রিয়াজ জুটিকে নিয়ে দেবাশীষ বিশ্বাস নির্মাণ করেছিলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি। দীর্ঘ ১৭ বছর পর একই নামে ছবিটি নির্মাণ করা হলেও ছবিটি সিক্যুয়াল নয় বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন পরিচালক।
দেবাশিষ বিশ্বাস বলেন, ‘অনেকেই মনে করছেন আমি সিক্যুয়াল ছবি নির্মাণ করছি। আসলে তা নয়। একেবারেই নতুন একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হবে। আগের ছবির সাথে এই ছবির কোনো মিল থাকবে না। কমেডি ধারার একটি গল্প নিয়ে আমি ছবিটি নির্মাণ করছি। এই নামের ছবিটি হিট ছবি ছিল। দর্শক পছন্দ করেছে ছবিটি। যে কারণে আমি নামটি ব্যবহার করছি।’
দেবাশীষ আরো বলেন, ‘অনেকেই মনে করেছিলেন অপু বিশ্বাস আবারও চলচ্চিত্র শুরু করতে পারবেন কি না। কিন্তু আমি সব সময়ই বিশ্বাস করতাম অপু নিজেকে সামলে খুব তাড়াতাড়ি চলচ্চিত্রে ফিরবেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অপু বিশ্বাস আজ ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। আমি বিশ্বাস করি অপু বিশ্বাস নিজের কাজ দিয়ে আবারও সবার মন জয় করবেন।’
ছবিটি সম্পর্কে বাপ্পী বলেন, ‘এটা আমার আরেকটি নতুন যাত্রা। কারণ অপু বিশ্বাস অনেক জনপ্রিয় একজন অভিনয়শিল্পী, এরই মধ্যে তিনি সত্তরটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। সেই হিসেবে তিনি আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। সবকিছু মিলিয়ে আমার মনে হয় নতুন এই যাত্রায় দর্শকদের জন্য ভালো কিছু উপহার দিতে পারব।’
আজ সকালে ঢাকায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির কাজ শুরু করেন বাপ্পী ও অপু। টানা শুটিংয়ের মধ্য দিয়ে ছবিটি শেষ করতে চান পরিচালক।