কান থেকে বাড়ি ফিরলেন ঐশ্বরিয়া
৭১তম কান চলচ্চিত্র উৎসবে টানা দুদিন ঐশ্বরিয়া রাই বচ্চনের ঝলমলে উপস্থিতি আবার জানান দিয়েছে, কেন তাঁকে কানে ভারতের পোস্টার গার্ল বলা হয়। কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় দুবার হেঁটে ভারতে ফিরেছেন এই বলিউড তারকা। বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, গতকাল রাতে মুম্বাইয়ের বিমানবন্দরে মেয়ে আরাধ্য বচ্চনের সঙ্গে দেখা যায় ঐশ্বরিয়াকে।
বিমানবন্দরে কালো কার্ডিগান, জিনস ও সাদা রঙের স্নিকারে দেখা যায় ঐশ্বরিয়াকে। অন্যদিকে লাল রঙের ফ্রকে ছিল ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্য। এবারে আসর মিলিয়ে ১৭ বারের মতো কান উৎসব মাতালেন ঐশ্বরিয়া। বিশ্বখ্যাত ব্র্যান্ড ল’রিয়েলের আমন্ত্রণে এবারের কান উৎসবে গিয়েছিলেন তিনি।
কানের প্রথম দিনে নীল ও বেগুনি রঙের মিশ্রণে একটি অফ শোল্ডার পোশাকে কানের লালগালিচায় হাঁটতে দেখা গেছে তাঁকে। পোশাকটি নকশার দায়িত্বে ছিলেন মিশেল চিয়ানচো। দ্বিতীয় দিনে অফ শোল্ডার রামি কাডি গাউনে দেখা গিয়েছিল ঐশ্বরিয়াকে। এবারের আসরে ঐশ্বরিয়ার স্টাইলিশের দায়িত্বে ছিলেন আস্থা শর্মা।