কান চলচ্চিত্র উৎসব

জমে উঠেছে স্বর্ণপত্র জেতার লড়াই

Looks like you've blocked notifications!

কানে এখন জমে উঠেছে পাম দ্য’অর বা স্বর্ণপাম জেতার লড়াই। হলিউড রাজনীতি তো আছেই। তবে ফিসফাস জাপান আর ইরানকে নিয়ে। এর মধ্যেই শর্টফিল্ম কর্নারে আছে বাংলাদেশের চারটি ছবি। চলচ্চিত্রের বিশ্ব আসরে আরো বাংলাদেশের ছবি চাই, বলছেন ঢাকা থেকে কানে আসা চলচ্চিত্র সংগঠক আর নির্মাতারা।

প্রতিযোগিতায় থাকা ২১ ছবির মধ্যে ইরান আর জাপানের আছে দুটি করে ছবি। 

উৎসবের ষষ্ঠ দিনে সংবাদ সম্মেলনে জাফর পানাহিকে ছাড়াই উপস্থিত ছিলেন তাঁর পরিচালিত ‘থ্রি ফেসেস’ টিমের সদস্যরা। এই পরিচালক ফ্রান্সে আসার সরকারি অনুমতি পাননি। তবে উৎসবের উদ্বোধনী ছবি কিন্তু ইরানেরই আরেক নির্মাতা আসগর ফারহাদির ‘এভরিবডি নোস’।

অন্যদিকে, জাপানের পরিচালক রাইয়ুসুকি হামাগুচির ছবি ‘নেতেমো সেমেতেমো’ নিয়ে আছে জোর আলোচনা। তবে মার্কিন কৃষ্ণাঙ্গ পরিচালক স্পাইক লি’র ‘ব্ল্যাক ক্ল্যান্সম্যান’ যে হাইপ তৈরি করেছে পালে দ্য ফেস্টিভ্যাল অ্যারেনায়, তা মাথায় রাখতেই হচ্ছে।

সোমবার থেকে ছবি দেখা শুরু হয়েছে শর্টফিল্ম কর্নারে। এখানে আছে বাংলাদেশের চারটি ছবি। এগুলো হলো—ইকবাল হোসাইন চৌধুরীর ‘রোয়াই’, মনজুরুল আলমের ‘মেঘে ঢাকা—লাইফ উইদাউট সান’, নোমান রবিনের ‘আ কোয়ার্টার মাইল কান্ট্রি’ ও জসিম আহমেদের ‘আ পেয়ার অব স্যান্ডেল’।