রোজায় শেষ হবে ‘আমরাও মানুষ’ সিনেমার শুটিং
হাতিরঝিলের পাশে অবস্থিত প্রিয়াংকা শুটিং স্পটে গতকাল থেকে শুরু হয়েছে নজরুল ইসলাম বাবু পরিচালিত চলচ্চিত্র ‘আমরাও মানুষ’ ছবির শুটিং। রোজায় শেষ হবে এই ছবির কাজ এমনটিই জানিয়েছেন ছবিরে পরিচালক। ছবিটি প্রযেজনা করছে মিজান মিডিয়া।
পরিচালক নজরুল ইসলাম বাবু বলেন, “রোজার সময়টা মানুষের মধ্যে এক ধরনের সততা দেখা যায়। শুটিং করে আরাম রয়েছে। খাবারের বাড়তি ঝামেলা নেই। দিন ভর শুধুই শুটিং। গতকাল ‘আমরাও মানুষ’ ছবির শুটিং শুরু করলাম। আজ শেষ হবে ছবির সিক্যুয়েন্সর শুটিং। রোজা ছাড়া এতোবেশি কাজ করা যেত না। সাধারণ দিনে কাজ করলে আমাদের এই দুদিনের কাজ করতে তিন দিন সময় লাগত।’
ছবির বাকি কাজের কি অবস্থা, জানতে চাইলে বাবু বলেন, ‘আমাদের ছবির সিক্যুয়েন্স শেষ হচ্ছে আজ। এখন বাকি থাকবে ছবির গানের শুটিং। এই রোজায় গানের শুটিংগুলো শেষ করার ইচ্ছা রয়েছে। এ ছাড়া এর আগে যে শুটিং করেছি তা এডিটিং করা হয়েছে। এখন যে শুটিং করছি, তা দিনে করে রাতে এডিটিংয়ে পাঠিয়ে দিচ্ছি। আমরা রোজার মধ্যে ছবির শুটিং শেষ করতে চাই’।
মিজান মিডিয়ার কর্ণধার মিজানুর রহমান বলেন, ‘অনেক কষ্ট করে আমি ছবিটি নির্মাণ করছি। চলচ্চিত্রকে ভালোবেসে এখানে কাজ করতে এসেছিলাম। একেবারেই খালি হাতে এখানে এসে আজ আমি মিজান মিডিয়ার মালিক। যেখান থেকে চলচ্চিত্র সহশিল্পীদের সরবরাহ করি। এক সময় মনে হলো আমার চলচ্চিত্র প্রযোজনা করা উচিত। তাই নিজের টাকা দিয়ে ছবিটি শুরু করেছিলাম আরো পাঁচ বছর আগে। মাঝে আমার প্যারালাইসিস হয়েছিল, তাই দুই বছর কোনো কাজ করতে পারিনি। তবে এখন আমি সুস্থ। আশা করি, চলতি মাসেই ছবিটি শেষ করতে পারব।’
ছবির গল্প জানতে চাইলে মিজান বলেন, ‘এই ছবির গল্পটা আসলে হিজড়াদের নিয়ে। আমাদের সমাজে তাদের অনেক ছোট করে দেখা হয়। তবে তারাও যে মানুষ তা আমরা ভুলে যাই। অতচ এই হিজড়ারা কেউ আকাশ থেকে পরেনি। আমাদের মা বাবারাই তাদের জন্ম দিয়েছেন। সমাজে যারা হিজড়া তারা আমাদেরই কারো না কারো ভাইবোন। আমি হিজড়াদের সুখ দুঃখ ছবিতে তুলে ধরছি। তাদের জীবনের গল্পই হচ্ছে ‘আমরাও মানুষ’।
চলচ্চিত্র থেকে টাকা উঠবে তো? এমন প্রশ্নে হেসে ফেলেন মিজান। এনটিভি অনলাইনকে বলেন, ‘আরে ভাই আমি তো খালি হাতে এফডিসিতে এসেছিলাম। আজ সম্মানের সঙ্গে কাজ করছি। আমার মতো অনেকেই রয়েছেন যাঁরা খালি হাতে এফডিসিতে এসেছেন। আজ কোটি কোটি টাকার মালিক। আমি তো এখনো দিন আনি দিন খাই অবস্থা। যারা এফডিসি থেকে টাকা কামিয়েছেন এখন চুপ করে বসে আছেন, তারা যদি ছবি নির্মাণ করতেন, তা হলে চলচ্চিত্র আরো ভালো অবস্থায় থাকত। অনেক প্রযেজক রয়েছেন যিনি নিজেকে প্রযোজক নেতা পরিচয় দিয়ে বিভিন্ন ছবির মহরতে বড় বড় কথা বলেন। তবে ছবি নির্মাণ করেন না। আরে চলচ্চিত্রের লোকই যদি এগিয়ে না আসে তা হলে চলচ্চিত্রের সুদিন আসবে কেমন করে। চলচ্চিত্র থেকে টাকা ঠিকই ওঠে। হয়তো আগে দুই মাসে উঠতো, এখন ছয় মাস লাগে।’