‘সুপার হিরো’ ঈদে আসবে তো?
ঈদে ‘সুপার হিরো’ ছবিটি মুক্তি পাবে কি না তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। ঝামেলার সূত্রপাত বিদেশে শুটিংয়ের অনুমোদন নিয়ে। ছবির শুটিং অস্ট্রেলিয়ায় হলেও, বিদেশে শুটিং করার জন্য মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়নি। অবশ্য বিষয়টি স্বীকার করে ছবির প্রযোজক তাপসী ফারুক তথ্য মন্ত্রণালয়ে ক্ষমা প্রার্থনা করে চিঠি দিয়েছেন। এখন মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র পেলে ছবিটির অন্যান্য কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দিতে হবে ছাড়পত্রের জন্য। সব জায়গা থেকে ঈদের আগে কাগজপত্র পেলে ছবি মুক্তি দেওয়া সম্ভব হবে, নয়তো হবে না। ‘সুপার হিরো’ ছবিটি পরিচালনা করেছেন আশিকুর রহমান।
হার্টবিট প্রোডাকশন হাউজের পক্ষ থেকে তাপসী ফারুক গত সপ্তায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) বরাবর চিঠিটি দেন। এর আগে‘সুপার হিরো’ ছবির বিরুদ্ধে নিপা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান তথ্য মন্ত্রণালয়ে আভিযোগ করে। অভিযোগপত্রে সরকারি অনুমতি ছাড়া অস্ট্রেলিয়ায় শুটিং করার কারণে ‘সুপার হিরো’কে সেন্সর বোর্ডের ছাড়পত্র না দেওয়ার আহ্বান জানানো হয়। অভিযোগপত্রে বলা হয়, ‘সুপার হিরো নামক ছবিটি সরকারি অনুমতি ব্যতিত, সরকারের রাজস্ব ও ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশ থেকে টাকা নিয়ে ২২/০১/২০১৮ হইতে ১০/০২/২০১৮ ইং পর্যন্ত অস্ট্রেলিয়া সুটিং করিয়া আসিতেছে এবং ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার প্রস্তুতিও গ্রহণ করিয়াছে। এতে করে আমরা সাধারণ প্রযোজকরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সুপার হিরো নামক ছবিটি নিয়ম না মানার কারণে সেন্সর সনদপত্র পাওয়ার যোগ্যতা হারিয়েছে।’
এদিকে, তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) শাহিন আরা বেগম বলেন, ‘হার্টবিট প্রডাকশন থেকে আমরা চিঠি পেয়েছি। বিনা অনুমতিতে অস্ট্রেলিয়া শুটিং করায় তারা ক্ষমা প্রার্থনা করেছে চিঠিতে। এখনো চিঠি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সচিব চাইলে ছবিটিকে অনুমতি দিতে পারেন। কারণ এরই মধ্যে ছবির জন্য অনেক টাকা খরচ করা হয়েছে।’
হার্টবিট প্রোডাকশনের কর্ণধার তাপসী ফারুক এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র নির্মাণ করে যাচ্ছি। কোনোদিন কোনো অনিয়ম করে ছবি করিনি। দেশের বাইরে এর আগে আমার ছবি করা হয়নি। যে কারণে আগে থেকে অনুমতির বিষয়টি আমি জানতাম না। আমি বিষয়টির জন্য অনুতপ্ত। আমি চিঠি দিয়ে কর্তৃপকক্ষকে সেটি জানিয়েছি। আশা করি সচিব মহোদয় আমার ছবির বিষয়টি বিবেচনা করবেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক সেন্সর বোর্ডের এক সদস্য বলেন, ‘সচিব মহোদয়ের অনুমতি পেলে আমরা ছবিটি প্রদর্শনের অনুমতি দেব। তবে এই ছবিটি ঈদে আসতে পারবে কি না তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থেকেই যায়। কারণ তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেতেও সময় প্রয়োজন।’
‘সুপার হিরো’ থ্রিলারধর্মী ছবিটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব-বুবলী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা ও টাইগার রবি।