প্রিয়াঙ্কা প্রেম করছেন নিক জোনসের সঙ্গে?
ডুবে ডুবে জল খাচ্ছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও হলিউড অভিনেতা, সংগীতশিল্পী ও গীতিকার নিক জোনস। এমন গুঞ্জনই ভেসে বেড়াচ্ছে ইন্টারনেট দুনিয়ায়। আর এই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে সম্প্রতি ভাইরাল হওয়া দুটি ছবি ও একটি ভিডিও। দুটিতেই নিক ও প্রিয়াঙ্কাকে দেখা গেছে একসঙ্গে।
টাইমস নাউয়ের খবরে প্রকাশ, ছবিতে নিক-প্রিয়াঙ্কা জুটিকে দেখা গেছে একটি ইয়োটে চেপে বন্ধুদের সঙ্গে সমুদ্রবিলাস করতে। বন্ধুদের সঙ্গে থাকলেও তাঁরা দুজন ছিলেন বেশ অন্তরঙ্গ অবস্থায়। এ ছাড়া বেসবল ম্যাচ দেখতে লস অ্যাঞ্জেলেস ডজারস স্টেডিয়ামে একসঙ্গে হাজির হন দুজন। সেখানেই এক ভক্ত মুঠোফোনে ক্যামেরাবন্দি করেন দুজনকে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিওটি ছাড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
যদিও এখনো নিজেদের সম্পর্কের ব্যাপারে মুখ খোলেননি কেউ। সম্প্রতি জিমি ক্যামেলের নেওয়া একটি সাক্ষাৎকারে নিকের সঙ্গে সমুদ্র ভ্রমণের ব্যাপারে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা। তিনি জানিয়েছিলেন, ‘হ্যাঁ, আমরা একই টেবিলে ছিলাম এবং আমরা একে অপরকে এখন ভালোভাবে চিনি। তাই সে আমাকে প্রস্তাব করেছিল, তুমি আমার সঙ্গে আসতে ইচ্ছুক? আমি তাতে সায় দিয়ে বলেছি, চলো একসঙ্গে যাই।’
গত বছর এক অনুষ্ঠানে ২৫ বছর বয়সী নিক জোনসের সঙ্গে পরিচয় হয় ৩৫ বছর বয়সী প্রিয়াঙ্কার। একসঙ্গে মেট গালার ২০১৭-এর লালগালিচায় হাঁটতে দেখা গিয়েছিল তাঁদের। বর্তমানে ‘কোয়ান্টিকো’ সিরিজের তৃতীয় মৌসুমের প্রচারে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা। এ ছাড়া ‘অ্যা কিড লাইক জেক’ ও ‘ইজন্ট ইট রোমান্টিক’ নামে দুটি হলিউড ছবিও রয়েছে প্রিয়াঙ্কার হাতে। হলিউডের কাজ শেষে আবারও বলিউডমুখী হবেন প্রিয়াঙ্কা। সালমান খানের বিপরীতে ‘ভারত’ ছবিতে অভিনয় করার কথা রয়েছে তাঁর।