জন্মদিনে ভক্তদের সুখবর দিলেন চঞ্চল চৌধুরী
অনেকের ভীষণ প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন আজ। জন্মদিনে ভক্তদের সুখবর দিয়েছেন এই অভিনেতা। জয়া আহসানের ফেসবুক পেজের মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন তাঁর নতুন ছবি ‘দেবী’র মুক্তির তারিখ।
চঞ্চল চৌধুরী জানান, আজ থেকে ৯৮ দিন পর মুক্তি পাবে ‘দেবী’ ছবিটি। আগামী ৭ সেপ্টেম্বর সারা দেশে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে নিশ্চিত করেন তিনি।
চঞ্চল চৌধুরী বলেন, ‘আজ আমার জন্মদিন। এ কথা জানানোর জন্য আমি আপনাদের সামনে হাজির হইনি। আমি আপনাদের সামনে এসেছি আপনাদের কৃতজ্ঞতা জানানোর জন্য। আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। কারণ, আজকের এই দিনে আপনারা অনেকে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, জানাচ্ছেন, জানাবেন। মোবাইল ফোনে টেক্স করে, ফেসবুকে টেক্স করে। আলাদাভাবে তো কৃতজ্ঞতা জানাতে পারব না। তাই এভাবে জানালাম। আপনাদের ভালোবাসায় আজ আমি এখানে। এ কথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই। আপনার আছেন বলে আমি আছি।’
ভক্তদের ‘দেবী’ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন চঞ্চল। এদিকে, জন্মদিনের সকালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠানে অতিথি হয়েছেন চঞ্চল।
অন্যদিকে, জয়া আহসান চঞ্চল চৌধুরীকে নিয়ে তাঁর ফেসবুক পেজে লিখেছেন, “আজ আমাদের ‘মিসির আলি’ চঞ্চল চৌধুরীর জন্মদিন। জন্মদিনে তাঁকে জানাই অফুরন্ত শুভেচ্ছা। সেইসঙ্গে চঞ্চল চৌধুরী তাঁর ভক্ত-দর্শকদের এই বিশেষ দিনে দিয়েছেন এক বিশেষ উপহার। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চঞ্চল চৌধুরী জানিয়েছেন বহুল প্রতীক্ষিত ‘দেবী’ ছবির সম্ভাব্য মুক্তির তারিখ। হ্যাঁ দর্শক, হুমায়ূন আহমেদ-এর ‘দেবী’ নিয়ে প্রথম চলচ্চিত্র যাঁরা দেখতে চান, অনম বিশ্বাসের প্রথম চলচ্চিত্র পরিচালনা যাঁরা দেখতে চান, আমার ‘সি তে সিনেমা’ প্রযোজিত প্রথম চলচ্চিত্র যাঁরা দেখতে চান, তাঁদের অপেক্ষার পালা শেষ। দেখুন, চঞ্চল চৌধুরীর ভিডিও বার্তা এবং জেনে নিন সেই প্রতীক্ষিত তারিখটি; ‘দেবী’ মুক্তির সম্ভাব্য দিন।”
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। ছবিটি প্রযোজনা করার পাশাপাশি অভিনয়ও করেছেন জয়া আহসান। জয়া আহসান এবং চঞ্চল চৌধুরী ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন শবনম ফারিয়া।