‘তুই শুধু আমার’ ছবির বিরুদ্ধে অভিযোগ

Looks like you've blocked notifications!

আসন্ন ঈদকে কেন্দ্র করে শুরু হয়েছে ছবি মুক্তি দেওয়ার প্রতিযোগিতা। সম্প্রতি যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘তুই শুধু আমার’ ছবিটি প্রিভিউ কমিটিতে জমা পড়েছে। কিন্তু ছবিটি যৌথ প্রযোজনার নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করেছেন পরিচালক সমিতির মহাসচিব পরিচলক বদিউল আলম খোকন।

পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘এখন কোনো উৎসবে কলকাতার কোনো ছবি মুক্তি দিতে পারবে না। এমন আইন হওয়ার কারণে ‘তুই শুধু আমার’ছবিটি ঈদে মুক্তি দেওয়ার পায়তারা চলছে। এই ছবিটি যৌথ প্রযোজনার নামে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এরই মধ্যে ছবিটি যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটিতে জমা দেওয়া হয়েছে। কিন্তু আমরা যতটুকু জানি এই ছবিটির বাংলাদেশে কোনো শুটিং করা হয়নি। তার মানে তারা আমাদের যৌথ প্রযোজনার নিয়ম ভেঙে ছবিটি নির্মাণ করেছে। এমন ছবি কিছুতেই যৌথ প্রযোজনার ছবি হিসেবে মুক্তি পেতে পারে না।’

নায়ক ফারুক বলেন, ‘আমরা এত দিন আন্দোলন করে যৌথ প্রযোজনার নীতিমালা করিয়েছি। এই নীতিমালা না মেনে নির্মিত কোনো ছবি বাংলাদেশে মুক্তি পাবে না। আর আমার দেশে যদি শুটিং হতো তা হলে আমাদের টেকনিশিয়ানরা কাজ করতে পারতেন। আমরা তো চাই যে আমার দেশের টেকনিশিয়ানরা কাজ করুক।’

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমাদের যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির সভা আগামীকাল। সেখানে মিশা ভাইয়ের পরিবর্তে আমি থাকব। কারণ মিশা ভাই দেশের বাইরে যাচ্ছেন। আমি পুরো বিষয়টি জেনেছি, ছবিটি যদি কোনো অনিয়ম করে থাকে তবে যৌথ প্রযোজনার ছবি হিসেবে মুক্তি পাবে না।’

দেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও ভারতের এসকে মুভিজ যৌথভাবে প্রযোজনা করেছে ছবিটি। দেশের অনন্য মামুন ও কলকাতার জয়দ্বীপ মুখার্জি এই সিনেমার পরিচালক। অভিনয় করেছেন দেশের মাহিয়া মাহি, কলকাতার সোহম ও ওম।