ভিনদেশি কাউকে জামাই বানাবেন না প্রিয়াঙ্কার মা

কয়েকদিন আগেই গণমাধ্যমে চাউর হয়েছে ডুবে ডুবে জল খাচ্ছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও হলিউড অভিনেতা, সংগীতশিল্পী ও গীতিকার নিক জোনস। আর এই গুঞ্জনে পালে হাওয়া দেয় ইয়োটে চেপে নিক প্রিয়াঙ্কার সমুদ্র বিলাসের অন্তরঙ্গ একটি ছবি আর দুজনের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার ভিডিও। সে গুঞ্জন ডালপালা মেলতে মেলতে পৌঁছে গেছে প্রিয়াঙ্কার পরিবারের কাছেও। বলিউড লাইফ ডটকমের প্রকাশ, মেয়ের প্রেমের গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন প্রিয়াঙ্কার মা। যেখানে প্রিয়াঙ্কার মা আকার-ইঙ্গিতে সাফ জানিয়ে দিয়েছেন বিদেশি কাউকে নিজের জামাই হিসেবে মেনে নেবেন না তিনি।
সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার মা বলেন, ‘আমি মনে করি কোনো দম্পতির বিবাহিত জীবন খুব সুখের হয় যদি তাঁরা একই সংস্কৃতির হয়। আমি প্রিয়াঙ্কাকে কোনো বিদেশির সঙ্গে কল্পনাও করতে পারি না। আর যদি সে বিয়ের জন্য নিজের সংস্কৃতির উপযুক্ত কাউকে খুঁজে না পায়, আর এজন্য সে যদি সারাজীবন কুমারীও থাকে তাতেও আমার কোনো সমস্যা নেই। এটা অনর্থক গুজব ছাড়া আর কিছুই নয়।’
গত বছর এক অনুষ্ঠানে ২৫ বছর বয়সী নিক জোনসের সঙ্গে পরিচয় হয় ৩৫ বছর বয়সী প্রিয়াঙ্কার। একসঙ্গে মেট গালার ২০১৭-এর লালগালিচায় হাঁটতে দেখা গিয়েছিল তাঁদের। বর্তমানে ‘কোয়ান্টিকো’ সিরিজের তৃতীয় মৌসুমের প্রচারে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা। এ ছাড়া ‘অ্যা কিড লাইক জেক’ ও ‘ইজন্ট ইট রোমান্টিক’ নামে দুটি হলিউড ছবিও রয়েছে প্রিয়াঙ্কার হাতে। হলিউডের কাজ শেষে আবারও বলিউডমুখী হবেন প্রিয়াঙ্কা। সালমান খানের বিপরীতে ‘ভারত’ ছবিতে অভিনয় করার কথা রয়েছে তাঁর।