অসচ্ছলদের জন্য শিল্পী সমিতির বাজেট
বাংলাদেশের মানুষের মধ্যে এখন আলোচনায় রয়েছে জাতীয় বাজেট। কোন জিনিসের দাম কমবে আর কোন জিনিসের দাম বাড়বে। এমন সময়ে আসন্ন ঈদকে কেন্দ্র করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতেও একটি বাজেট পরিকল্পনা করা হয়েছে—অসচ্ছল শিল্পীদের জন্য।
সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমাদের এখানে অনেক শিল্পীই আছেন, যাঁরা এখন আর কাজ করতে পারেন না। আবার চলচ্চিত্রের সংখ্যা কমে যাওয়ার কারণে অনেক শিল্পীর কাজ কমে গেছে। যে কারণে এখন অনেক শিল্পীই অসচ্ছল অবস্থার মধ্যে দিয়ে সময় পার করছেন। তাই আসন্ন ঈদকে কেন্দ্র করে আমরা শিল্পী সমিতি থেকে একটা বাজেট রেখেছি, যা থেকে এই অসচ্ছল শিল্পীদের আর্থিক সাহায্য করতে পারব। এরই মধ্যে আমরা উনাদের প্রায় একশজনের একটি তালিকা করেছি।’
অসচ্ছল শিল্পীদের কীভাবে নির্ধারণ করা হচ্ছে—জানতে চাইলে জায়েদ বলেন, ‘আসলে চলচ্চিত্রে যাঁরা কাজ করেন, তাঁরা সবাই একে অপরের কাছে পরিচিত। ছোট শিল্পী আর বড় শিল্পী, যাই বলুন সবাইকে আমরা চিনি। শুধু তাই নয়, আমরা জানি কে কেমন আছেন, কোথায় আছেন। সে হিসেবে আসলে আমরা বাছাই করছি কাদের এই সাহায্য প্রয়োজন। আবার অনেকেই আমাদের সমিতির কাছে আবেদন করছেন সাহায্য চেয়ে, তাঁদের বিষয়গুলোও বিবেচনা করছি। আবার অনেকেই আছেন, যাঁদের অবস্থা ভালো নয়, আবার উনারা কারো কাছে সাহায্য চাইবেন না। আমরা উনাদেরও তালিকার মধ্যে রেখেছি। আবার আমরা যাঁদের এক্সট্রা শিল্পী হিসেবে চিনি, তাঁদের বেশির ভাগই আমাদের সমিতির সদস্য নন। তাঁদেরও আমরা তালিকায় রেখেছি। আমাদের সমিতির অনেক টাকা নেই। তারপরও আমরা আমাদের সামর্থ্যমতো অসচ্ছলদের পাশে দাঁড়াচ্ছি।’
জায়েদ খান আরো বলেন, ‘যাঁরা কারো কাছে সাহায্য চাইতে লজ্জা বোধ করেন, তাঁদের টাকা আমরা উনাদের বাসায় পৌঁছে দেবো। আর যাঁরা আমাদের সমিতিতে আসতে পারবেন, তাঁরা অফিস থেকে সংগ্রহ করবেন। তবে অনেকেই আছেন, যাঁরা কারো সামনে টাকা নিতে চান না। আমরা উনাদের সম্মান রাখতে বাইরের কারো সামনে টাকা দেবো না। সবাই দোয়া করবেন, আমরা যেন সব সময় সবার পাশে থাকতে পারি।’