ব্রাজিল সমর্থক বলে পারিশ্রমিক নিলেন না মিশা
আর মাত্র ছয় দিন পর পর্দা উঠবে রাশিয়া বিশ্বকাপ ফুটবলের। এরই মধ্যে ফুটবল-জ্বরে ভুগছে দেশবাসী। তারকা শিল্পীরাও নিজের পছন্দের দলকে সমর্থন করে উৎসাহ দিচ্ছেন। ঢাকাই ছবির পরিচিত মুখ, অভিনেতা মিশা সওদাগর এবার ব্রাজিলের সমর্থনে তৈরি করা একটি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন। সম্প্রতি এফডিসিতে শেষ হয়েছে এই মিউজিক ভিডিওর শুটিং।
মিশা বলেন, ‘আমি এমনিতেই ছোটবেলা থেকে খেলার প্রতি একটু দুর্বল ছিলাম। সময় পেলেই খেলতাম। আমাদের সময়ে অন্যতম খেলা ছিল ফুটবল। আর তখন থেকেই সমর্থন করতাম ব্রাজিল। এই মিউজিক ভিডিওতে যখন আমাকে কাজের বিষয়ে অফার করল, তখনই আমি সিদ্ধান্ত নিয়ে যেহেতু এই গানটি দিয়ে ব্রাজিল দল বা ব্রাজিল সমর্থকদের উৎসাহ দেওয়ার জন্য নির্মাণ করা হচ্ছে, এখানে আমি কোনো টাকা নেবো না। কাজটি করে ভালো লেগেছে।’
আকাশ নিবিড়ের লেখা এই গানটির সংগীত পরিচালনা করেছেন শাহিন ওয়াহিদ। কণ্ঠ দিয়েছেন যাযাবর ব্যান্ডের ভোকাল ক্যাপ্টেন ও এনটিভি ক্লোজাআপ তারকা সাজু আহমেদ। কোরিওগ্রাফি করেছেন মনজুর আহমেদ।
মনজুর আহমেদ বলেন, ‘শুধু মিশা ভাই নয়, এখানে আমরা যাঁরা কাজ করেছি, প্রায় সবাই ব্রাজিল সমর্থক। যে কারণে বিনা পারিশ্রমিকে কাজটি করেছি। এই গানের মূল তো ব্রাজিল সমর্থকদের উৎসাহ দেওয়া হয়েছে। কোরিওগ্রাফিতে ফুটবল খেলার যে উত্তেজনা থাকে, সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ফুটবল খেলার সময় ব্রাজিল সমর্থকরা এই গান শুনে আরো উৎসাহ পাবেন বলে আমি মনে করি।’
অভিনেতা জয় চৌধুরী বলেন, ‘এখন রাস্তাঘাটে বের হলেই দেখি সবাই বিভিন্ন ফুটবল দলের ড্রেস পরে ঘুরে বেরাচ্ছে। আমিও একজন ব্রাজিল সমর্থক, সেই হিসেবে এই গানটিতে কাজ করেছি। বিনা পারিশ্রমিকে কাজটি করেছি, এর চেয়ে বড় বিষয় ব্রাজিল সমর্থকদের উৎসাহ দিতে পেরেছি।’
মিশা সওদাগর ছাড়াও এই মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন জয় চৌধুরী, বিপাশা কবির, মডেল জারা ও দিয়া। বিশ্বকাপ উপলক্ষে এই প্রমোশনাল মিউজিক ভিডিওটি লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।