রোজায় মধুমিতা বন্ধ, চলছে উন্নয়নকাজ

Looks like you've blocked notifications!

আসন্ন ঈদকে কেন্দ্র করে চলছে সিনেমা মুক্তি দেওয়ার প্রস্তুতি। অন্যদিকে সিনেমা হলেও চলছে সংস্কারকাজ। কিছু সিনেমা হল রোজায় বন্ধ রাখা হয়েছে, আবার কিছু সিনেমা হল চলছে ধুঁকে ধুঁকে। এই রোজায় বন্ধ রাখা হয়েছে দেশের অন্যতম সিনেমা হল মতিঝিলে অবস্থিত মধুমিতা।

সিনেমা হলের সহকারী ম্যানেজার আবদুর রহমান বলেন, ‘আমরা গত তিন বছর ধরে রোজায় সিনেমা হল বন্ধ রাখছি। মূলত দুই কারণে আমরা সিনেমা হল বন্ধ রাখি। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে রোজায় সাধারণত দর্শক হলে আসেন না। যে কারণে মোটা অঙ্কের টাকা লস দিতে হয়। এমন হয় যে আমাদের কারেন্ট বিলটাও পাওয়া যায় না। আরেকটা কারণ হচ্ছে, প্রতিবছরই আমরা সিনেমা হলটির উন্নয়ন করে থাকি। সিনেমা চলার সময়ে আমরা উন্নয়ন করতে পারি না। কারণ ঝাড়া, মোছা, রং করতে গেলে টানা দুদিন দিন সময় লাগে। আবার ভালো করে কাজটি করতে গেলে আরো সময় প্রয়োজন। সবকিছু মিলিয়ে আমরা রোজায় সিনেমা হলটি বন্ধ রাখি।’

আবদুর রহমান আরো বলেন, ‘আমাদের এই সিনেমা হলে সাড়ে বারোশ আসন আছে, কিন্তু সারা বছর ব্যবহারের পর অনেক আসনই ভেঙে যায় বা ফোমগুলো নষ্ট হয়ে যায়। যে আসন ভেঙে গেছে, সেখানে নতুন আসন বসানো হয়, আর যে আসনের ফোম নষ্ট হয়ে গেছে, সেগুলো ঠিক করা হয়। শুধু তাই নয়, কিছুদিন আগে আমাদের সিনেমা হলের টয়লেটগুলোও পরিচ্ছন্ন করা হয়। সেগুলো এখন উন্নত করা হচ্ছে। আমাদের চাওয়া সাধারণ দর্শক যেন সুন্দর পরিবেশে ছবি দেখতে পারেন এবং সুন্দর টয়লেট ব্যবহার করতে পারেন।’