ঈদের সাতটি বলিউড গান
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ মানেই যেন ভরপেট খাওয়া-দাওয়া, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও প্রিয় মানুষের সঙ্গে আড্ডা। আড্ডা কি গান ছাড়া জমে? ঈদের দিনে, ঈদের গান সে আনন্দে যোগ করে বাড়তি মাত্রা। আর ঈদের গানে বলিউড সবসময়ই আলাদা। চলুন ডিএনএ ইন্ডিয়ার সৌজন্যে দেখে নিই ঈদকেন্দ্রিক বলিউডের সাতটি গান।
১. আল্লাহ দুহাই হ্যায় (রেস ৩)
কয়েক বছর ধরেই ঈদের ছবি হিসেবে মুক্তি পাচ্ছে সালমান খানের ছবি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবারের ঈদে মুক্তি পেয়েছে ‘রেস ৩’। তাই ঈদের গানের তালিকায় অনায়াসেই জায়গা করে নেবে ‘রেস ৩’ ছবির গান ‘আল্লাহ দুহাই হ্যায়’। চাইলে ‘রেস’ এবং ‘রেস ২’-এর গান দুটিও থাকতে পারে আপনার গানের তালিকায়। আর সালমানসহ গানটিতে একসঙ্গে রয়েছেন ‘রেস ৩’-এর সব কলাকুশলী।
২. মোবারক ঈদ মোবারক (তুমকো না ভুল পায়েঙ্গে)
২০০২ সালে মুক্তি পাওয়া ‘তুমকো না ভুল পায়েঙ্গে’ ছবির ‘মোবারক ঈদ মোবারক’ গানটির চাহিদা এখনো রয়েছে শ্রোতাদের মাঝে। পাড়ায়-মহল্লায় এখনো এই ঈদ উপলক্ষে গানটি বাজানো হয়। চাইলে নিজের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন এই গানটিও।
৩. আজ কি পার্টি (বজরঙ্গি ভাইজান)
অনেকের কাছে ঈদ মানেই পার্টি। আর সে পার্টিটা যদি আপনার তরফ থেকেই দেওয়া হয়ে থাকে তাহলে অনায়াসেই ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটির ‘আজ কি পার্টি’ গানটি আপনার গানের তালিকায় ঠাঁই করে নিতে পারেন। গানটিতে কারিনার সঙ্গে রয়েছেন সালমান খান।
৪. জুম্মে কি রাত হ্যায় (কিক)
২০১৪ সালে ঈদের ছবি হিসেবে মুক্তি পায় ‘কিক’। আর ছবির ‘জুম্মে কি রাত’ গানটি ছবিটিতে যোগ করেছিল অন্য এক মাত্রা। তাই ঈদের গানের তালিকায় ঠাই পেতে পারে এই গানটিও।
৫. আর্জিয়া (দিল্লি ৬)
গানটিতে তুলে ধরা হয়েছে ঈদের দিনের কার্যক্রম। ঈদের নামাজ থেকে শুরু করে কোলাকুলি এবং ঈদের দিন সৃষ্টিকর্তার কাছে সব আর্জি প্রকাশ পেয়েছে ‘দিল্লি ৬’ ‘আর্জিয়া’ গানটিতে। গানটিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন।
৬. ওয়াল্লা রে ওয়াল্লা (তিস মার খান)
ঈদের গানের তালিকায় থাকতে পারে ‘তিস মার খান’ ছবির ‘ওয়াল্লা রে ওয়াল্লা’ গানটি। মূলত ঈদকে কেন্দ্র করেই লেখা হয়েছে গানটির কথা। গানটিতে ছন্দ মিলিয়েছেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। এ ছাড়া বিশেষ উপস্থিতি ছিল সালমান খানের।
৭. নূর-এ-খোদা (মাই নেম ইজ খান)
যারা কম জাঁকজমকপূর্ণ গান পছন্দ করে তাদের জন্য ঈদের দিনে আদর্শ নির্বাচন হতে পারে ‘মাই নেম ইজ খান’ ছবির ‘নূর এ খোদা’ গানটি। গানটির কথায় ধন্যবাদ দেওয়া হয়েছে সৃষ্টিকর্তাকে। গানটিতে অভিনয় করেছেন শাহরুখ খান ও কাজল।