ঈদের পাঁচ ছবির তিনটিতেই আছেন শাকিব
আজ ঈদুল ফিতর, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই দিনটিকে কেন্দ্র করে মুক্তি পেয়েছে পাঁচটি নতুন চলচ্চিত্র। প্রতি বছরের মতো এবারও একাধিক ছবি নিয়ে হাজির হচ্ছেন শাকিব খান। তিনি অভিনয় করেছেন তিনটি ছবিতে। এ ছাড়া ঈদ উপলক্ষে কলকাতায় মুক্তি পাওয়া ‘ভাইজান এলো রে’ ছবিতেও নায়ক হিসেবে আছেন শাকিব খান। ছবিটি অবশ্য বাংলাদেশে মুক্তি পায়নি।
বাংলাদেশে আজ মুক্তি পাওয়া শাকিবের ছবিগুলো হলো আবদুল মান্নান পরিচালিত ‘পাঙ্কু জামাই’, আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ও উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। এই তিনটি ছবির মধ্যে ‘পাঙ্কু জামাই’তে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন আপু বিশ্বাস। আর বাকি দুটি নায়িকা হিসেবে আছেন শবনম বুবলী। শাকিব ছাড়া বাকি দুটো ছবি হলো জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন-২’ ও নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’।
‘পাঙ্কু জামাই’ ছবিটি সারাদেশে ৫০টি সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিচালক মান্নান বলেন ‘আমরা অনেক খুশি যে এমন একটি দিনে আমরা ছবিটি মুক্তি দিতে পেরেছি। এই ছবির গল্প ও মেকিং দর্শক পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি। তা ছাড়া বাংলাদেশে শাকিব-অপু জুটির একটা জনপ্রিয়তা রয়েছে, যা অন্য কোনো জুটির নেই।’
আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ছবিটি মুক্তি পেয়েছে ৮০টি সিনেমা হলে। এনটিভি অনলাইনের কাছে পরিচালক আশিক বলেন, ‘অনেক যুদ্ধ করে আমি ছবিটি মুক্তি দিয়েছি। এরপরও এত সিনেমা হল পাব আগে বুঝতে পারিনি। সিনেমা হলের মালিকরা যে কারণে ছবিটি পছন্দ করেছেন, সেই কারণে দর্শকও ছবিটি পছন্দ করবেন বলে আমি মনে করি।’
উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ মুক্তি পেয়েছে ৯০টি সিনেমা হলে। বিষয়টি নিয়ে ছবির প্রযোজক সেলিম খান বলেন, ‘আমার এই ছবিটি নিয়ে সারাদেশে সিনেমা হলের মালিকদের আলাদা ধরনের আগ্রহ দেখেছি। এরপরও আমি, সব সিনেমা হলে ছবিটি মুক্তি না দিয়ে বেছে বেছে হলে মুক্তি দিয়েছি। আশা করি সবাই ছবিটি অনেক উপভোগ করবেন।’
জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্র ‘পোড়ামন-২’ মুক্তি পেয়েছে ২২টি সিনেমা হলে, প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল আজিজ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা ঈচ্ছে করে একটু কম হলে ছবিটি মুক্তি দিয়েছি। তবে দেশের ভালো সিনেমা হলগুলোতে ছবিটি মুক্তি দিতে চেষ্টা করেছি। আর সুপার হিরো ছবিটির জন্য একটু ছাড় দিয়েছি। আমার ছবিটি যেমন ভালো, তেমনি সুপার হিরোও ভালো ছবি। আমি চাই ভালো ছবিগুলো দর্শক যেন দেখতে পায়।’
‘কমলা রকেট’ ছবিটিও মুক্তি দেওয়া হয়েছে আজ। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু। মোশাররফ করিম, তৌকীর আহমেদ, জয়রাজ, সামিয়া সাঈদ অভিনীত এ ছবিটি নিয়ে বেশ আশাবাদী নির্মাতা মিঠু।