পরীর অবস্থা এখন ভালো
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরী মণি অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন গতকাল ঈদের দিন। তিনি এখন ভালো আছেন, বাসায় ফিরেছেন আজ রোববার সকালে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
গতকাল পরীর অসুস্থতার কথা ফেসবুকে জানিয়েছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু তামিম হাসান। হাসপাতালে স্যালাইন লাগানো পরীর ছবি আপলোড করে তামিম হাসান লিখেছিলেন, ‘আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা।’
এবারের ঈদে পরী অভিনীত ‘আমার প্রেম, আমার প্রিয়া’ ছবিটি মুক্তি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। ছবিটি ঈদের পর মুক্তি দেওয়া হবে। তাই এই মুহূর্তে ছবির প্রচার নিয়েও ব্যস্ত নন পরী। ছবিটির পরিচালক দেখতে গিয়েছিলেন অসুস্থ নায়িকাকে। শামীমুল ইসলাম শামীম এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ সকালে পরী মণির বাসায় গিয়েছিলাম। তিনি এখন সুস্থ আছেন। মূলত হাসপাতালে আসার ঘণ্টা দুয়েকের মধ্যে তিনি সুস্থ হয়ে ওঠেন। তার পরও রেস্ট নেওয়ার জন্য হাসপাতাল ছাড়েননি তিনি। অনলাইন ও মোবাইলে সবাই খবর নিয়েছেন বলে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যদিও ডাক্তারের অনুরোধে কারো ফোন তিনি ধরতে পারেননি। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পরী।’
পরীর অসুস্থতা বিষয়ে শামীম বলেন, ‘আসলে গ্যাসের সমস্যা থেকে পেটে ব্যথা হয়েছিল পরী মণির। সে কারণেই মূলতো হাসপাতালে ভর্তি হন তিনি। ডাক্তার তাঁকে পুরোপুরি বিশ্রাম নিতে বলেছেন। এখন বাসায় বিশ্রাম নিচ্ছেন তিনি। বড় কোনো সমস্যা নয়, জানিয়েছেন ডাক্তার, সাধারণত যেকোনো মানুষের খাবার থেকে এমন হতে পারে বলে জানিয়েছেন তিনি।’
‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে পরীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কায়েস আরজু। কিন্তু হঠাৎ করেই ছবিটির মুক্তি পিছিয়ে দেয় প্রযোজনা সংস্থা। এই ঈদে ছবিটি কম হলে মুক্তি পেত বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।