ভাইজান এলো রে
কলকাতায় বাড়ছে শাকিবের ভক্ত
কলকাতায় ‘ভাইজান এলো রে’ ছবির সাড়া দেখে বেশ আনন্দিত শাকিব খান। ছবিটি বাংলাদেশে নয়, এবারের ঈদে মুক্তি পেয়েছে কলকাতায়। পশ্চিমবঙ্গের ৭৯টি সিনেমা হলে মুক্তি পাওয়া এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দুই নায়িকা— শ্রাবন্তী ও পায়েল সরকার।
জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবির সাফল্য দেখে শাকিব খান এনটিভি অনলাইনকে বলেন, “কেন জানি দর্শক সবসময় আমাকে উৎসাহিত করেন। বাংলাদেশের দর্শক আমাকে এত দিন উৎসাহ দিয়েছেন, এখনো দিচ্ছেন। আর কলকাতায় এতটা সাড়া পাব সেটা অবশ্য ভাবিনি। আসলে কলকাতায় আমাদের দেশের টেলিভিশন দেখা যায় না। যে কারণে সেখানে আমাদের পরিচিতি তুলনামূলক ভাবে কম। সীমান্ত এলাকার মানুষ আমাদের দেশের শিল্পীদের চেনেন, তাঁরা যেমন আমাদের টিভি চ্যানেলগুলো দেখেন, তেমনি আমাদের ছবিও বিভিন্নভাবে দেখে থাকেন। কিন্তু এই ঈদে ‘ভাইজান এলো রে’ ছবিটি মুক্তি পাবার পর পশ্চিমবঙ্গ থেকে খবর শুনে নিজের ধারণা বদলেছে। আমার মনে হয়েছে শুধু সীমান্ত এলাকা গোটা পশ্চিমবঙ্গের দর্শকই আমাদের দেশের শিল্পীদের চেনেন এবং পছন্দ করেন।”
ছবিটির প্রযোজনা সংস্থা এসকে মুভিজকে ধন্যবাদ জানিয়ে শাকিব বলেন, ‘আসলে একটি ছবি মুক্তির আগে সেটার প্রচারণা অনেক জরুরি। সেই হিসেবে অনেক বেশি আয়োজন করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ। যে কারণে ছবির খবরটি সবার কাছে পৌঁছুতে পেরেছে। আমি মনে করি শিল্পীদের কোনো সীমানা নেই। ভালো কাজ নিয়ে হাজির হতে পারলে সবাই তা পছন্দ করেন।’
এসকে মুভিজের কর্ণধার আশোক ধানুকা বলেন, “ছবিটি মুক্তি পাবার পর এতটা সাড়া পাব তা আগে ভাবতে পারিনি। ‘শিকারি’ ও ‘নবাব’ ছবি মুক্তি পাবার পর শাকিব খানের দর্শক কলকাতায় তৈরি হয়েছে, কিন্তু সেটা এত বেশি আগে বুঝতে পারিনি। ‘ভাইজান এলো রে’ ছবিটি অনেক ভালো ব্যবসা করছে। প্রায় প্রতিটি শো হাউজফুল হচ্ছে, এতে করে আমরা শাকিব খানকে নিয়ে নতুন করে ভাবছি। আশা করি আগামীতে আরো সুন্দর ছবি উপহার দিতে পারব। দর্শকদের আগ্রহ আমাদের জন্য উৎসাহ হয়ে কাজ করছে।’
এই ঈদে বাংলাদেশে শাকিব খানের তিনটি ছবি মুক্তি পেয়েছে। আব্দুল মান্নান পরিচালিত ‘পাংকু জামাই’, এই ছবির নায়িকা অপু বিশ্বাস। অন্য দুটি ছবি হলো আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ও উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’। এই দুটি ছবিতেই নায়িকা হিসেবে আছেন শবনম বুবলী।