শুটিং সন্দেশ

ঈদে আসছে ‘দুষ্টু ছেলের দল’

Looks like you've blocked notifications!

‘আমি প্রেগন্যান্ট, তাই বিপদ আমারই বেশি। তোমাদের বিপদ একটু কম।’ কথাগুলো বলছিলেন অভিনেত্রী মিথিলা। ভাবছেন, মিথিলা সত্যি প্রেগন্যান্ট কি না! না, মিথিলা সত্যি প্রেগন্যান্ট নয়। রেদওয়ান রনি পরিচালিত ‘দুষ্টু ছেলের দল’ সাত পর্বের এই ধারাবাহিক নাটকে মিথিলাকে দেখা যাবে গর্ভবতী নারী হিসেবে। আসছে ঈদে নাটকটি এনটিভিতে প্রচার করা হবে। ৪ সেপ্টেম্বর থেকে নাটকটির শুটিং শুরু হয় উত্তরায়।

শুটিংয়ের প্রথম দিন সেটে প্রবেশ করে দেখি, নাটকের নাম ‘দুষ্টু ছেলের দল’। কিন্তু সেটে কোনো ছেলে অভিনয়শিল্পী নেই। তাহলে কি নাটকে কোনো ছেলে অভিনয় করছেন না? উত্তরে রেদওয়ান রনি মজা করে বললেন, ‘অবশ্যই করছে। নাটকে ছেলেগুলো দুষ্টু কি না, তাই প্রথম দিন তাদের শুটিং রাখিনি। এখন ভদ্র চারটি মেয়ে বাঁধন, মিথিলা, আশা ও নাদিয়া শুটিং করছেন। আর এঁদের বিপরীতে কাজ করছেন মোশাররফ করিম, শ্যামল মাওলা, ইশতিয়াক রুমেল ও তৌসিফ মাহবুব।’

নাটকের গল্পে দেখা যাবে, ‘চারটি মেয়ে তাদের জীবনসঙ্গীর কাছ থেকে প্রতারিত হন। তার পর থেকে শুরু হয় নাটকের মূল গল্প।’ নাটকের চরিত্র প্রসঙ্গে নাদিয়া মজা করে বললেন, ‘আমি একটু দুঃখ কম পাচ্ছি। কারণ, আমার বয়ফ্রেন্ড আমাকে ধোঁকা দিয়েছে। জীবনসঙ্গী প্রতারণা করলে তো আরো অনেক কষ্ট পেতাম।’

নাটকের কাহিনী ও চিত্রনাট্য দুটিই সাজিয়েছেন পরিচালক রেদওয়ান রনি। কিন্তু হাতে চিত্রনাট্য ছাড়াই নাটক পরিচালনা করছেন তিনি। জানালেন, ‘চিত্রনাট্য তিনি মাথায় সেট করে নিয়েছেন।’

সবার জানা আছে, মিথিলা ও রেদওয়ান রনি দুজন অনেক ভালো বন্ধু। তাই সেটে দুই বন্ধু পুরোনো আলাপ থেকে শুরু করে অনেক খুনসুটি করছিলেন।

মিথিলা বললেন, ‘রনি ও ফাহমি আমরা ব্যাচমেট। আমরা সবাই ভালো বন্ধুও। অনেক দিন পর রনির কাজ করছি, ভালো লাগছে। রনি অনেক ভালো পরিচালক।’ মিথিলা ও রনির বন্ধুত্ব দেখে বাঁধন বললেন, ‘তোমরা কি স্কুলের বন্ধু?’ মিথিলা ও রনি দুজনেই হেসে উত্তর দিলেন, ‘না, আমরা স্কুলের বন্ধু নই।’ সবার কথা চুপচাপ শুনছিলেন অভিনেত্রী আশা। কিছুক্ষণ পর তিনি বললেন, ‘নাটকটির গল্প সিরিয়াস। আমরা সবাই মজা করে শুটিং করছি। শুটিংয়ের ফাঁকে সেলফিও তুলছি। নাটকের সেটটা খুব উপভোগ করছি আমি।’ বাঁধন এতে যোগ করে বললেন, ‘গল্পটা আসলেই অনেক সুন্দর। কাজটা করে অনেক আরাম লাগছে।’

মেকআপ রুমে সবাই আলাপে মশগুল। এমন সময় সহকারী পরিচালক নিয়ামুল মুক্তা এসে বললেন, ‘সবাইকে মেকআপ ছাড়াই ছাদে যেতে হবে, রনি ভাই এভাবেই শট নেবেন।’

‘মেকআপ ছাড়া?’ মন খারাপ করে নাদিয়া বললেন। তার পর সবাই একসঙ্গে ছাদে উঠলেন। শুরু হলো শট। শেষ বিকেলের আলোয় সবার দৃশ্যধারণ করছেন পরিচালক রেদওয়ান রনি। শটের এক ফাঁকে সবাইকে বিদায় জানালাম। বিদায় নেওয়ার আগে রনি ভাই মজা করে বললেন, ‘দুষ্টু ছেলেরা খুব শিগগির শুটিং শুরু করবেন। নাটকের পুরো শুটিং শেষ হবে আগামী ২৩ সেপ্টেম্বর।’