আইফা ২০১৮

জগগা জাসুসের জয়জয়কার!

Looks like you've blocked notifications!

গতকাল ব্যাংককে অনুষ্ঠিত হয়ে গেল ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড বা আইফার ১৯তম আসর। গত তিন দিনব্যাপী চলে এই অনুষ্ঠান। জুম টিভির খবরে প্রকাশ, নামিদামি বলিউড তারকা নাচে-গানে জমিয়ে তোলেন এবারের আসর। নাচ, গান ও কৌতুকের ফাঁকে দেওয়া হয় পুরস্কার। যেখানে সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন ইরফান খান। সেরা অভিনেত্রীর পুরস্কার যায় শ্রীদেবীর ঘরে। সেরা ছবির তকমা পায় বিদ্যা বালান অভিনীত ‘তুমহারি সুলু’। তবে এবারের আসরে সবচেয়ে বেশি পুরস্কার যায় জগগা জাসুসের ঘরে। তিনটি বিভাগে পুরস্কার জিতে নেয় ছবিটি।

সেরা ছবি : তুমহারি সুলু

সেরা পরিচালক : সকেট চৌধুরী (হিন্দি মিডিয়াম)

সেরা অভিনেতা : ইরফান খান (হিন্দি মিডিয়াম)

সেরা অভিনেত্রী : শ্রীদেবী (মম)

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী : মেহের ভিজ (সিক্রেট সুপারস্টার)

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা : নওয়াজ উদ্দিন সিদ্দিকী (মম)

সেরা গল্প : অমিত ভি মাসুরকার (নিউটন)

সেরা সংগীত পরিচালনা : অমল মালিক, তানিশক বাগচী, অখিল সাচদেবা (বদ্রিনাথ কি দুলহানিয়া)

সেরা আবহ সংগীত : প্রীতম (জগগা জাসুস)

সেরা চিত্রনাট্য : নিতেশ তিওয়ারি, শ্রেয়াস জৈন (বেরিলে কি বরফি)

সেরা সংলাপ : হিতেশ কেওয়ালা (শুভ মঙ্গল সাবধান)

সেরা সম্পাদনা : শ্বেতা ভেনকাট ম্যাথিও (নিউটন)

সেরা নৃত্য পরিচালনা : বিজয় গাঙ্গুলি ও রাহুল দোসান ভারিদানি (গালতি সে মিসটেক, জগগা জাসুস)

সেরা সিনেমাটোগ্রাফি : মারচিন লাসকাউইক (টাইগার জিন্দা হ্যায়)

সেরা গানের কথা : মনোজ মুনতাসির (মেরে রাসকে কামার, বাদশাও)  

সেরা প্লে ব্যাক শিল্পী (নারী) : মেঘনা মিশ্রা (ম্যায় কৌন হু, সিক্রেট সুপারস্টার) 

সেরা প্লে ব্যাক শিল্পী (পুরুষ) : অরিজিৎ সিং (হাওয়ায়ে, যাব হ্যারি মেট সেজাল)

সেরা শব্দ পরিকল্পনা : দিলীপ সুব্রামানিয়াম ও গণেশ গঙ্গাধরণ (যশরাজ স্টুডিওস, টাইগার জিন্দা হ্যায়)  

সেরা স্পেশাল ইফেক্টস : প্রসাদ ভাসান্ত সুতর (এন ওয়াই ভিএফএক্স ওয়ালা, জগগা জাসুস)

আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অব ইন্ডিয়ান সিনেমা : অনুপম খের

বছরের সেরা স্টাইল আইকন : কৃতি স্যানন

সেরা নবাগত পরিচালক : কঙ্কনা সেন শর্মা (আ ডেথ ইন গুঞ্জ)