আরো কিছুদিন হাসপাতালে থাকবেন পরী
এখন অনেকটাই ভালো আছেন পরী মণি। তারপরও আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে জানান তিনি। পরী বলেন, ‘আসলে তিন দিন আগে গায়ে জ্বর আসার কারণে হাসপাতালে ভর্তি হয়েছি। এর আগে ঈদের সময় ভর্তি হয়েছিলাম গ্যাসের সমস্যার কারণে। এখন ভালো আছি। সবার কাছে কৃতজ্ঞ, কারণ সবাই আমার খবর নিচ্ছেন, আমার জন্য দোয়া করছেন। সবার দোয়া ও ভালোবাসায় আমি খুব দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরব ইনশাআল্লাহ।’
গত ২৩ জুন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন পরী। পরীর অসুস্থতার কথা ফেসবুকে জানিয়েছিলেন তাঁরই ঘনিষ্ঠ বন্ধু তামিম হাসান। হাসপাতালে পরীর ছবি আপলোড করে তামিম হাসান লিখেছেন, ‘জ্বর ১০৩। কিন্তু সে গেম খেলছে।’ অন্যদিকে, পরী হাসপাতালে তাঁর স্যালাইন লাগানো হাতের ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছিলেন, ‘আবারও।’
পরিচালক শামীমুল ইসলাম শামীম এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি গতকাল পরী মণিকে দেখতে গিয়েছিলাম। ডাক্তারের সঙ্গেও আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন, পরী ভাইরাস জ্বরে আক্রান্ত। গত চার বছর দিন-রাত টানা শুটিং করেছেন পরী মণি, যে কারণে তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই জানিয়ে ডাক্তার আমাকে বলেছেন, আরো কয়েক দিন হাসপাতালে থাকলে নিয়মের মধ্যে থাকবেন। তাই আপাতত হাসপাতালেই থাকতে হবে তাঁকে। আগামী কয়েক দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন।’
এদিকে, এবারের ঈদে পরী মণির নতুন কোনো ছবি মুক্তি পায়নি। আসন্ন ঈদকে কেন্দ্র করে মুক্তি পাওয়ার কথা ছিল পরিচালক শামীমুল ইসলাম শামীম পরিচালিত প্রথম ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’র। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়িকা পরী মণি ও কায়েস আরজু। কিন্তু হঠাৎ করেই ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়।