এনটিভিতে নিরব-আশার ‘অনুরোধ’

Looks like you've blocked notifications!
‘অনুরোধ’ নাটকের একটি দৃশ্যে নিরব ও আশা। ছবি : সংগৃহীত

অভিনেতা নিরব হোসেনকে দর্শক বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছেন। একটি নাটকে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। নাটকের নাম ‘অনুরোধ’।

নাটকটিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন আজমেরী আশা। মোহাম্মদ রফিকুল ইসলাম রোকনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মেহাদী হাসান মুকুল।

এনটিভিতে আজ  শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে। নাটকটিতে আরো অভিনয় করেছেন অশোক বেপারী, শিল্পী সরকার অপু, নিপা প্রমুখ।

নাটকটির গল্পে দেখা যাবে, ‘একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তরুণী আশা। সামান্য ভুলে সর্বস্ব হারিয়ে সে আজ নিথর। প্রতিনিয়ত সাংবাদিক নিরবের সন্ধানে মগ্ন সে। একমাত্র নিরবই পারবে আশার জীবনটা বাঁচাতে। আশার পরিবারের লোকজন তার ভুলের জন্য লজ্জায় সমাজে মুখ দেখাতে পারছে না। আশাও ভয়ে সাহসে বাড়ির বাইরে যেতে পারছে না। এমনকি সে তার ক্যাম্পাস ও বাড়ির পাশের শপিং, রেস্তোরাঁ, পার্ক কোথাও যেতে পারছে না। বাড়িওয়ালা তাদের দ্রুত বাড়ি ছাড়ার জন্য নির্দেশ দেয়। আশার মা দিশেহারা প্রায়, তবুও হাল ছাড়েনি। তার বিশ্বাস, আশা এত বড় জঘন্য ভুল করতে পারে না।’