ঈদে টিভিতে নতুন সিনেমা দেখাতে বললেন শাকিব
“আমাদের দেশে সিনেমার প্রচার ঠিকমতো হয় না। আমি মনে করি, সিনেমা শুরুর সময়ই মুক্তির তারিখ নির্ধারণ করা উচিত। তা হলে সে অনুযায়ী প্রচার করা যায়। প্রচারণায় গণমাধ্যমকেও এগিয়ে আসা উচিত, আরো বেশি বেশি সিনেমার প্রচার প্রয়োজন। অবশ্য সে জন্য প্রযোজনা প্রতিষ্ঠানেরও ছবির প্রচারের জন্য আলাদা বাজেট রাখা প্রয়োজন। কলকাতায় কোনো ছবি মুক্তির আগে একাধিক টেলিভিশনে তা প্রচার করা হয়, যা আমাদের দেশে হয় না। আমি আশা করব, গণমাধ্যমগুলো আমাদের চলচ্চিত্র নিয়ে আরো বেশি প্রচার করবে। বিষয়টি বিবেচনা করবে আমাদের টেলিভিশন কর্তৃপক্ষ। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে আমার অভিনীত চলচ্চিত্র ‘ক্যাপ্টেন খান’। ছবিটির জন্য সবাই দোয়া করবেন।” সম্প্রতি ঈদের ছবি নিয়ে এনটিভি অনলাইনের কাছে এভাবেই নিজের ভাবনা তুলে ধরছিলেন নায়ক শাকিব খান।
‘ক্যাপ্টেন খান’ নিয়ে শাকিব খান আরো বলেন, ‘আমাদের দেশের নির্মাতারা অনেক মেধাবী। কিন্তু আমরা দুর্বল প্রযুক্তিতে। আমি মনে করি, এই ছবিতে সঠিকভাবে সব ব্যবহার করা হয়েছে। যে কারণে এই ছবিটি বিশ্বমানের একটি ছবি হবে। গল্প, অ্যারেঞ্জমেন্ট ও মেকিংয়ে দর্শক নতুন কিছু পাবে।’
টেলিভিশনে ঈদের সময় সিনেমা প্রচার নিয়ে শাকিব বলেন, ‘আমাদের দেশে ঈদের সময় টেলিভিশনে অনেক সিনেমা দেখানো হয়। কিন্তু সে সিনেমাগুলো থাকে পুরাতন সিনেমা। আমি মনে করি, ঈদের সময় টিভিতে নতুন সিনেমা দেখানো উচিত। তা হলে বর্তমান সময়ের দর্শক তা পছন্দ করবে।’
‘ক্যাপ্টেন খান’ ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলি সুমন। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। এই ছবির প্রযোজক শাপলা মিডিয়া।