শতাধিক হলে জিৎ ও মিমের ‘সুলতান’

Looks like you've blocked notifications!

আজ সারা দেশে ১১৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে কলকাতার নায়ক জিৎ অভিনীত ও প্রযোজিত চলচ্চিত্র ‘সুলতান’। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম।

ছবির আমদানিকারক ও পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘আমরা ছবিটি সারা দেশে মুক্তি দিয়েছি। ছবিটি অনেক সুন্দর গল্প নিয়ে নির্মাণ হয়েছে। আমরা সব সময় চেষ্টা করেছি দর্শকদের সুন্দর মানসম্পন্ন ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হতে। দেশের ১১৮টি সিনেমা হলে আমরা ছবিটি মুক্তি দিয়েছি। আশা করি, দর্শকরা হলে এসে ছবিটি দেখবেন।’

এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন বলেন, ‘আমাদের দেশে কলকাতার শিল্পীদের একটা চাহিদা আছে। তার মধ্যে জিতের চাহিদা বেশি। এত দিন বাংলাদেশের সবাই তাঁকে টিভির পর্দায় দেখত। কিন্তু বিগত কয়েক বছরে বড় পর্দায় তাঁর ছবি মুক্তি পাওয়ার পর এখানেও তাঁর দর্শক তৈরি হয়েছে। সারা দেশের সিনেমা হল মালিকদের আলাদা আগ্রহ রয়েছে তাঁর ছবির প্রতি। আশা করি, ছবিটি ভালো ব্যবসা করবে।’

ঢাকার কাকরাইলে অবস্থিত রাজমনি সিনেমা হলের ম্যানেজার দিলীপ কুমার বলেন, ‘আমরা সকাল ১০টা থেকে শো শুরু করেছি। সকালে মোটামুটি দর্শক ছিল। দুপুরে নামাজের জন্য দর্শক কিছুটা কম।’

‘সুলতান’ ছবিটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক রাজা চন্দ। ছবিটি প্রযোজনা করেছে নায়ক জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ’স ফিল্ম ওয়ার্কস। ঈদে ছবিটি জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথ প্রযোজনার ছবি হিসেবে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু যৌথ প্রযোজনার নিয়ম না মানায় ছবিটি ঈদে বাংলাদেশে মুক্তি পায়নি।