পাভেলের সুর-সংগীতে গাইলেন শুভমিতা
কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী শুভমিতা সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটিতে শুভমিতার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের তরুণ সংগীতশিল্পী আশরাফুল পাভেল। গানটির সুর ও সংগীত করেছেন আশরাফুল পাভেল নিজেই।
রোমান্টিক গানটির প্রথম লাইনগুলো হলো,‘যখন তুমি জানালার ওপাশে, মাঝে বাতাসের ঘন দেয়াল, কি যে ভালো লাগে আমার করোনি কোনো খেয়াল’। গানটি লিখেছেন এনায়েত ইসলাম।
গানটি কিছুদিন পর বাংলাদেশের অডিও-ভিডিও প্রতিষ্ঠান থেকে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আশরাফুল পাভেল।
গানটি সম্পর্কে পাভেল বলেন, ‘আমি কানাডা প্রবাসী। এখানে আমার নিজস্ব স্টুডিও আছে। শুভমিতা কানাডায় এসে গানটিতে কণ্ঠ দিয়েছেন। গানের সুর ও সংগীত খুব পছন্দ করেছেন তিনি। তাঁর মতো এতো গুণী ও জনপ্রিয় শিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়ে আমার ভীষণ ভালো লাগছে। এটা আমার ক্যারিয়ারে ভালো প্রভাব ফেলবে বলে আমি মনে করি।’
এদিকে, পাভেল কলকাতার আরেক সংগীতশিল্পী পূজা চ্যাটার্জির সঙ্গেও গান গেয়েছেন। গানের শিরোনাম ‘অকারণে জ্বালাতন’। গানের ভিডিওতে মডেল হয়েছেন নাদিয়া ও ইরফান সাজ্জাদ। ভিডিওটি সম্প্রতি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটি থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান পাভেল।
২০১৫ সালে পাভেলের সুর-সংগীতে প্রথম মিশ্র অ্যালবাম ‘খুঁজে দেখো না’ প্রকাশিত হয়। এরপর থেকে নিয়মিত গানের সুর ও সংগীত করছেন তিনি।