থাইল্যান্ডে শাকিব-বুবলীর প্রেম
শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে আগামী মাসে ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন পরিচালক শাহিন-সুমন। ছবির একটি গানের মধ্য দিয়ে কাজ শুরু হবে থাইল্যান্ডে। এমনটিই জানিয়েছেন ছবির প্রযোজক সেলিম খান। এর আগে শাহিন-সুমন শাকিব ও অপুকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘লাভ ম্যারেজ’ ছবিটি।
সেলিম খান এনটিভি অনলাইনকে বলেন, “আমরা আগামী মাসের ২ তারিখ থেকে ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবির শুটিং শুরু করব থাইল্যান্ডে। শুরুতে আমরা ছবির চারটি রোমান্টিক গানের শুটিং করব। তারপর ঈদের জন্য ছোট বিরতি নিয়ে ঈদের পর আবারও ছবির শুটিং শুরু করব।”
মাঝে নায়িকা বুবলী এই ছবিতে কাজ করবেন না বলে জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে সেলিম খান বলেন, ‘দেখেন আমরা যাঁরা একসঙ্গে কাজ করি, আমরা একটা পরিবার। আর পরিবারে মধ্যে অনেক কিছুই হয়, আবার তা ঠিকও হয়ে যায়। বুবলীকে আমি ছোট বোনের মতো পছন্দ করি। তিনি আমার ছবিতে কেন কাজ করবেন না। সবাই দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে ছবির কাজটি শেষ করতে পারি।’
সেলিম খান আরো বলেন, ‘আমরাদুই বছর ধরে চেষ্টা করছি দর্শকদের ভালো ছবি উপহার দিতে। এখন সাফটা চুক্তির মাধ্যমে ভারতের ছবি আমাদের দেশে মুক্তি পাচ্ছে। কিন্তু আমাদের দেশের ছবি ভারত গিয়ে তেমন কোনো অবস্থান করতে পারছে না। অথচ আমাদের দেশের সুপারস্টার শাকিব খান কলকাতাতেও জনপ্রিয়। আমি মনে করি, সুন্দর ছবি নির্মাণ করতে পারলে শুধু বাংলাদেশ নয়, সেটি ভারতসহ বিশ্বের সব দেশে জায়গা করে নেবে।’
‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। গত ২৬ জুন ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ছবির মহরত অনুষ্ঠিত হয়। একই প্রতিষ্ঠানের ‘ক্যাপ্টেন খান’ শিরোনামে আরেকটি ছবি আসন্ন ঈদের জন্য প্রস্তুত হচ্ছে। গত ঈদে মুক্তি পেয়েছে একই প্রতিষ্ঠানের উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। সব ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন শাকিব খান ও শবনম বুবলী।