‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পাচ্ছেন রুনা লায়লা

Looks like you've blocked notifications!

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা এবার ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পাচ্ছেন। ৩০ জুলাই রুনা লায়লার হাতে এই সম্মাননা তুলে দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজিত হবে।

এর আগে ২০১৬ সালে সাবিনা ইয়াসমিন ও ২০১৭ সালে রেজওয়ানা চৌধুরী বন্যাকে এই সম্মাননা দেওয়া হয়।

রুনা লায়লা বলেন, “‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ আমাকে দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে। এই আয়োজনের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। উপমহাদেশে ফিরোজা বেগম বরণ্যে একজন সংগীতব্যক্তিত্ব। তাঁর গান আমি অনেক পছন্দ করতাম।”

নজরুলসংগীত সম্রাজ্ঞী ফিরোজা বেগমের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর নামে সংগীত পদক প্রবর্তন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

ফিরোজা বেগম ১৯২৬ সালের ২৮ জুলাই ফরিদপুরে জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর মারা যান। ফিরোজা বেগমের দুই ছেলে শাফিন আহমেদ ও হামীন আহমেদও সংগীতশিল্পী।