শুটিংয়ে বাগড়া দিচ্ছে বৃষ্টি
প্রবল বর্ষণে নাট্য নির্মাতা ইমরাউল রাফাতের শুটিং করতে অনেক কষ্ট হয়েছে। ‘পরিবার’ শিরোনামে ছয় পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন তিনি গত তিন দিন ধরে।
পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় শুটিং করছেন রাফাত। বৃষ্টিতে ভিজেও নাটকের শিল্পীরা অভিনয় করছেন বলে জানিয়েছেন তিনি। ইমরাউল রাফাত বলেন, ‘যেদিন থেকে নাটকটির শুটিং করছি, সেদিন থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছে। আগে বৃষ্টি হলে কিছুক্ষণ পর থেমে যেত। শুটিং করা যেত। কিন্তু এবার বৃষ্টি শুটিং করতেই দিচ্ছে না। বৃষ্টির কারণে রাস্তায় তীব্র জ্যাম হয়েছিল। শিল্পীরা সঠিক সময়ে শুটিং সেটে আসতে পারেনি। আবার বৃষ্টির শব্দে ইনডোর শুটিংয়েও অনেক ঝামেলা হয়েছে। শট বারবার বাতিল করতে হয়েছিল।’
আজ বুধবার সকালে ঝুমবৃষ্টিতে ভিজেই নাকি অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী। এ বিষয়ে ইমরাউল রাফাত বলেন, ‘আজ সকালে অনেক বৃষ্টি ছিল। উপায় না পেয়ে আমরা শুটিং করেছিলাম। ঝুমবৃষ্টিতে ভিজেই শট দিয়েছিলেন চঞ্চল ও আবদু্ল্লাহ রানা ভাই। আমিও বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম।’
ইমরাউল রাফাত আরো জানান, বৃষ্টির কারণে নাটকের ভিডিওগ্রাফার ও প্রকাডশনের লোকজনের অনেক বেশি কষ্ট করতে হয়েছে। আজকে নাটকটির শুটিং শেষ হলে আরো একদিন এই নাটকের শুটিং করতে হবে বলেও জানান পরিচালক।
‘পরিবার’ নাটকটি তারকাবহুল। নাটকটি আসছে ঈদুল আজহায় নাগরিক টেলিভিশনে প্রচারিত হবে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, জিনাত সানু স্বাগতা, শবনম ফারিয়া, সাজু খাদেম প্রমুখ।