হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বেবী নাজনীন
সংগীতশিল্পী বেবী নাজনীন এখন সুস্থ। রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাসায় ফিরেছেন তিনি।
এনটিভি অনলাইনকে তথ্যটি নিশ্চিত করেছেন বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার। জ্বরে আক্রান্ত হয়ে গত ১৭ জুলাই সন্ধ্যায় ইউনাইটেড হাসপাতালে বেবী নাজনীন ভর্তি হন। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পান তাঁর জ্বর অনেক বেশি ছিল। এরপর হাসাপাতালে টানা নয়দিন চিকিৎসাধীন ছিলেন বেবী নাজনীন। এখন তিনি পুরোপুরি সুস্থ আছেন।
দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের মধ্যে অন্যতম বেবী নাজনীন। একক অ্যালবাম ও মিশ্র অ্যালবামে কণ্ঠ দেওয়ার পাশাপাশি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়ে তিনি আলোচিত।
তাঁর গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো ‘কাল সারা রাত ছিল স্বপ্নের রাত’, ‘মরার কোকিলে’, ‘এলোমেলো বাতাসে’, ‘বংশী বাজায় কে’, ‘এক নজর না দেখলে’, ‘আগুন জ্বালাইয়া দিলা’, ‘দুষ্ট ছেলে’, ‘লোকে বলে আমার’ ও ‘ইচ্ছে করে ভালোবাসি’ ইত্যাদি।
সম্প্রতি ‘রাত জাগা দুটি চোখ’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন কোকিলকণ্ঠী এই সংগীতশিল্পী। আসছে ঈদুল আজহায় তাঁর গাওয়া নতুন দুটি গান মুক্তি পাওয়ার কথা রয়েছে।