শিশুদের গায়ে হাত না তোলার অনুরোধ শাকিব খানের
‘যে আন্দোলন আমাদের বড়দের করার কথা সেই আন্দোলন করছে শিশুরা। অথচ এই শিশুদের গায়েও হাত তোলা হচ্ছে। আমি এই বিষয়ের প্রতিবাদ করছি। প্রশাসনের কাছে অনুরোধ করছি শিশুদের গায়ে হাত তুলবেন না। আপনার বাসায়ও এমন শিশু রয়েছে। এই কোমলমতি শিশুদের দাবি মেনে নিন। তাদের আবারও সুন্দর পরিবেশে স্কুলে যাওয়ার পরিবেশ তৈরি করে দিন। আমি এই আন্দোলনের সমর্থন করছি। শিশুদের গায়ে হাল তোলার প্রতিবাদ করছি। প্রয়োজন হলে আমিও শিশুদের হয়ে রাস্তায় দাঁড়াব।’ এনটিভি অনলাইনকে কথাগুলো বলছিলেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান।
শাকিব আরো বলেন, ‘দুজন শিক্ষার্থী মারা গেছে, তাদের বন্ধুরা রাস্তায় নেমেছে বিচার চাইতে। তারা তো নামবেই। আইনশৃঙ্খলা ঠিক রাখতে শিশুদের বুঝিয়ে রাস্তা থেকে ক্লাশরুমে নিন। তারা তো অন্যায় কোনো দাবি করছে না। যারা রাস্তায় মানুষ মারছে তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।’
সামাজিক যোগাযোগের মাধ্যমে আজ বুধবার রাজধানীর শনির আখরা এলাকায় একজন আন্দোলনকারীর ওপর দিয়ে ট্রাক চালিয়ে নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে প্রতিক্রিয়ায় শাকিব খান বলেন, ‘কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, একটি পিকআপ আটকালো ছাত্ররা। সবাইকে মাড়িয়ে পিকআপটি পালানোর চেষ্টা করছে। এটা কীভাবে সম্ভব? জলজ্যান্ত মানুষের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে, এটাও কি সম্ভব? আমি আসলে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না।’
বেপরোয়াভাবে গাড়ি চালনা ও দুর্ঘটনা বন্ধে শাস্তি নিশ্চিত করতে হবে বলে মনে করেন শাকিব খান। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন তিনি। বলেন, ‘আমরা মনে হয় এই বিষয়টি আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী দেখছেন, তিনি এসবের সুরাহা করবেন। পাশাপাশি যাঁরা এই বিষয়গুলো দেখাশোনা করেন, তাঁরা বিষয়গুলোর দিকে নজর দেবেন। আর এমন শাস্তির ব্যবস্থা করবেন যেন এরপর এমন ঘটনা আর না ঘটে।’
শাকিব খান এখন ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।