শিশু অপহরণ নিয়ে ইমরান হাশমির নতুন ছবি ‘ফাদার্স ডে’

Looks like you've blocked notifications!

বলিউড তারকা ইমরান হাশমি সাহসিকতার অনন্য এক গল্প নিয়ে হাজির হচ্ছেন। তিনি একজন সাহসী গোয়েন্দার ভূমিকায় অভিনয় করবেন, যিনি শতাধিক অপহৃত শিশুকে মুক্ত করার জন্য লড়াই করেছিলেন।

ছবিতে গোয়েন্দা সূর্যকান্ত ভান্দে পাতিলের চরিত্রে অভিনয় করবেন ইমরান হাশমি। বাস্তব জীবনের ওপর ভিত্তি করে নির্মাণাধীন এ ছবির জন্য উচ্ছ্বসিত তিনি। ছবিটির নাম রাখা হয়েছে ‘ফাদার্স ডে’। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানায়।

আজ সোমবার ইমরান হাশমি টুইটারে ওই ঘোষণা দেন। ছবির সহপ্রযোজক তিনি।

“আমার ছবি ‘ফাদার্স ডে’র নাম আনন্দের সঙ্গে ঘোষণা করছি। ভারতের অন্যতম সেরা গোয়েন্দা সূর্যকান্ত ভান্দে পাতিলের জীবনের ওপর ভিত্তি করে চিত্রনাট্য তৈরি করা হয়েছে, যিনি ১২০ জন শিশু অপহরণ মামলার সমাধান করেছিলেন। ছবিটি পরিচালনা করছেন শান্তনু বাগচি। লিখেছেন রিতেশ শাহ। প্রযোজক ইমরান হাশমি ফিল্মস ও মাতারাম ফিল্মস।” 

ছবিটি সম্পর্কে আর কিছু জানাননি ইমরান হাশমি।

৩৯ বছর বয়সী এ অভিনেতা এখন ‘চিট ইন্ডিয়া’ ছবি নিয়ে ব্যস্ত। ছবিটি আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।