‘লাইসেন্স’ নেই, অপু-বাপ্পীর শুটিং পেছাল

Looks like you've blocked notifications!

চলতি মাসের ৪ তারিখ থেকে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির শুটিং হওয়ার কথা ছিল পুবাইলে। কিন্তু চলমান পরিস্থিতির কারণে পিছিয়ে গেল ছবির শুটিং। সম্প্রতি নিরাপদ সড়কের আন্দোলন চলাকালে যানবাহন চলাচল কমে আসে। চলচ্চিত্রের শুটিং ইউনিটের জন্য ব্যবহৃত ট্রাক ও পিকআপ ভ্যানগুলোও তাই রাস্তায় বেরোতে পারছিল না। এতে শিডিউল থাকা সত্ত্বেও ক্যামেরার সামনে দাঁড়াতে পারেননি অপু বিশ্বাস ও বাপ্পী চোধুরী। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে, তাই আগামী ১৩ তারিখ থেকে শুটিং শুরু হবে বলে জানা গেছে।

ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাসের প্রধান সহকারী আবুল কালাম আজাদ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের শুটিং করার কথা ছিল পুবাইলে। সেখানে যেতে হলে ইউনিট নেওয়ার জন্য প্রয়োজন একটি বাস ও শুটিংয়ের মালপত্র নিতে গেলে প্রয়োজন পিকআপ ভ্যান। আমরা সাধারণত এফডিসি থেকে এসব বাস বা পিকআপ ভ্যান নিয়ে থাকি। কিন্তু চলমান আন্দোলনের কারণে কোনো বাস পিকআপ পুবাইল পর্যন্ত যেতে চাইছে না। কারণ তাদের অনেকেরই লাইসেন্স নেই। এমনকি গাড়িরও ফিটনেস ঠিক নেই। তবে অবস্থা এখন কিছুটা স্বাভাবিক হচ্ছে। আগামী ১৩ তারিখ থেকে আমরা কাজ শুরু করতে পারি।’

ছবির মালামাল সরবরাহকারী মুক্তার আলী বলেন, ‘আমাদের এই গাড়ির ফিটনেস না থাকটাই স্বাভাবিক। কারণ পিকআপগুলোতে আমরা সাধারণত জেনারেটর, ক্রেন, লাইটের মালামাল বহন করে থাকি। একটা জেনারেটর বা লাইটের মালামাল বা ক্রেনের মালামাল তোলার সময় গাড়ির ক্ষতি হয়। আমাদের এই পিকআপগুলো দেখলে আপনার মনে হবে কেউ বোধ হয় বড় হাতুড়ি দিয়ে পিটিয়ে এবড়োখেবড়ো করে রেখেছে।’

মুক্তার আরো বলেন, ‘বাসের বিষয়টিও একই রকম। কারণ আমরা বাসে সাধারণ শিল্পীদের নিয়ে থাকি, সঙ্গে শুটিংয়ের ট্রলি, পাইপ, জিবার্ম জাতীয় মালপত্র। এসব নিতে গেলে প্রতিনিয়তই বাস নষ্ট হয়। ভালো কোনো বাসে কেউ এসব নিতে চাইবে না। যে কারণে আসলে আমরা শুটিংয়ের এসব বাস বা পিকআপ ব্যবহার করে থাকি। তবে লং রোডে, যেমন কক্সবাজার যদি যেতে হয়, তাহলে আমরা ভালো বাস ও পিকআপ ব্যবহার করি।’

গাড়িচালকের লাইসেন্সের বিষয়টি জানতে চাইলে মুক্তার বলেন, ‘বাস, পিকআপগুলো সাধারণত সপ্তাহে দু-চার দিন ভাড়া হয়। যে কারণে আমরা পার্মানেন্ট ড্রাইভার রাখতে পারি না। তবে অনেক বাস ও পিকআপের কিন্তু লাইসেন্স আছে। সেগুলো এখন অন্য শুটিংয়ে ব্যবহার হচ্ছে। তা ছাড়া আমাদের এসব গাড়ির সামনে শুটিংয়ের জন্য প্রযোজ্য লেখা থাকে। তাই পুলিশও ঝামেলা করে না।’

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ দেবাশীষ বিশ্বাসের দ্বিতীয় ছবি। দীর্ঘ ১৭ বছর পর তিনি ছবি নির্মাণ করছেন। ২০০১ সালে দেবাশীষ পরিচালিত, রিয়াজ-শাবনূর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পেয়েছিল।