নাঈম-তিশার ‘অতঃপর কৃষ্ণচূড়া’

Looks like you've blocked notifications!
‘অতঃপর কৃষ্ণচূড়া’ নাটকের একটি দৃশ্যে এফ এস নাঈম ও তাসনুভা তিশা। ছবি : সংগৃহীত

ছোট পর্দার তারকা এফ এস নাঈম ও তাসনুভা তিশা একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের শিরোনাম ‘অতঃপর কৃষ্ণচূড়া’।

নাটকটিতে আরো অভিনয় করেছেন আইরিন আফরোজ, জেসমিন মৌসুমী, খন্দকার আবির প্রমুখ। জহির করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুশো রকিব। নাটকটি আগামী শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।

নাটকটির গল্পে দেখা যাবে, কৃষ্ণচূড়া চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার স্বীকার হোন। একটা প্রাইভেট কার তার রিক্সাকে ধাক্কা দেয়। সেখানে প্রাইভেট কার চালকের সাথে তার বেশ বাকবিতন্ডা হয়। ইন্টারভিউ দিতে গিয়ে সে দেখতে পায় অন্যমনস্ক ভাবে গাড়িচালানোর জন্য যাকে তিনি বেশ কয়েক হাত নিয়েছেন খানিক আগে তিনি সেই কোম্পানির মালিক মি জাবেদ। তবে কৃষ্ণচূড়ার আগের পরীক্ষাগুলো বেশ ভালো হওয়ায় তার চাকরিটা হয়ে যায়। বিয়ে ঠিক হওয়ায় হঠাৎ চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কৃষ্ণচূড়া।চাকরি ছেড়েও দেয়। বেশ তোরজোড় করেই বিয়ে হয় তার। তবে বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা থাকে পরে। রোড এক্সিডেন্টে কৃষ্ণচূড়ার স্বামী বিদেশে মারা যায়। লাল শাড়ি পরা হয় না তার। কৃষ্ণচূড়ার বস জাবেদ তার জীবনের গল্প শেয়ার করেন। তার স্ত্রী অত্যাধিক উচ্চাকাঙ্ক্ষী। বিদেশে চলে গেছে কয়েক বছর আগে যোগাযোগ বিচ্ছিন্ন আছে কয়েক বছর। কৃষ্ণচূড়ার ব্যক্তিত্ব জাবেদকে মুগ্ধ করে তিনি কৃষ্ণচূড়াকে বিয়ের প্রস্তাব দেয়। বেশ সময় নিয়ে কৃষ্ণচূড়া রাজি হয়। লাল শাড়ি পড়ে বাসর ঘরে বসে আছে কৃষ্ণচূড়া। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।