ঈদে একঝাঁক তারকা নিয়ে গ্লোবের আয়োজন

আসন্ন ঈদুল আজহায় টিভি পর্দায় দর্শকদের জন্য থাকছে নানা আনন্দ আয়োজন। সেই আনন্দ বাড়িয়ে দিতে গ্লোব মাল্টিমিডিয়া ছোটপর্দায় হাজির করছে একঝাঁক তারকাকে। প্রতিষ্ঠানটির প্রযোজনায় টিভি চ্যানেলগুলোতে প্রচার হবে বেশ কয়েকটি নাটক। এসব নাটকে এই তারকাদের নানা চরিত্রে দেখা যাবে। নাটকগুলোর গল্পে দর্শক ভিন্ন ভিন্ন পটভূমি দেখতে পাবে। গল্প, উপস্থাপনা, গ্ল্যামার আর অভিনয়ের নানা দিক এই নাটকগুলোর মাধ্যমে দর্শক উপভোগ করতে পারবে। এই ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে গ্লোবের মোট ৩০টি নাটক প্রচার হবে। এর মধ্যে বাংলাভিশনে প্রচার হবে সাতটি, এটিএন বাংলায় ১০টি, চ্যানেল নাইনে ছয়টি ও দেশ টিভিতে সাতটি নাটক প্রচার হবে।
বাংলাভিশনে প্রচার হবে
হিমেল আশরাফের রচনা ও পরিচালনায় নাটক ‘বড় ভাই’, সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় ‘সাদা ফুল’, ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় ‘পরিবার’, এস এ হক অলিকের রচনা ও পরিচালনায় ‘আহারে একটুসখানি প্রেম’, তাইফুর জাহান আশিকের রচনা ও পরিচালনায় ‘টগরের বাসর ঘর’, জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় ‘ওগান্ডা মাসুদ’, মেহজাবিনের গল্প, মেহেদী হাসান জনির রচনায় ও বি ইউ শুভর পরিচালনায় ‘হঠাৎ একদিন’।
এটিএন বাংলা প্রচার হবে
সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটক খোঁজ, সরদার রোকনের পরিচালনায় ‘মেঘে ঢাকা চাঁদ’, ফারিয়া হোসেনের রচনা ও হাবিব শাকিলের পরিচালনায় ‘তবুও বাসবো ভালো’, মোরসালিন শুভর পরিচালনায় ‘বাবু বিভ্রাট’, তাইফুর জাহান আশিকের পরিচালনায় ‘ফিলিং লাভ’, মহিউদ্দিন আহমেদের রচনা ও বিপ্লব ইউসুফের পরিচালনায় ‘মেট্রোলাভ’, তাজিন আহমেদ বাবুর রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় ‘কথা মুছে যায়’, রাজিব আহমেদের রচনা ও সাখাওয়াত মানিকের পরিচালনায় ‘সারপ্রাইজ’, গোলাম সারোয়ার অনিকের রচনা ও পনির খানের পরিচালনায় ‘লাভ টু জিরো’।
দেশ টিভিতে প্রচার হবে
সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটক ‘বিশ্বাস’, এজাজ মুন্নার রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘মটরসাইকেল’, শাহজাহান সৌরভের রচনা ও রুমান রুনির পরিচালনায় ‘বাবা’, মেহরাব জাহিদের রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘মালা’, সেতু আরিফের রচনা ও পরিচালনায় শবনমের ‘সংসার’, এস এ হক অলিকের রচনা ও পরিচালনায় ‘আকাশে মেঘের ভেলা’, ইমেল হকের রচনা ও পরিচালনায় ‘বিশু পাগলা এখন প্রেমিক’।
চ্যানেল নাইনে প্রচার হবে
সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটক ‘বোধ’, ম ম রুবেলের রচনা ও অভ্র মাহমুদের পরিচালনায় ‘অন্তহীন অপেক্ষা’, শ্রাবণী ফেরদৌসের রচনা ও পরিচালনায় ‘ব্রেকআপের পরের গল্প’, শফিকুর রহমান শান্তনুর রচনা ও অনন্য ইমনের পরিচালনায় ‘মনচুরি’, মুনতাহা বৃত্তা ও ফাহমিদ রনির রচনায় এবং হাবিব শাকিলের পরিচালনায় ‘যদি মনে পড়ে’, জুয়েল মাহমুদের রচনা ও পরিচালনায় ‘ঠোঁটের বাঁশি’।
এসব নাটকে যাঁরা অভিনয় করবেন তাঁরা হলেন
সালাউদ্দিন লাভলু, দিলারা জামান, আফরান নিশো, জাকিয়া বারী মম, আহসান হাবিব নাসিম, জোভান, মেহজাবিন, লুৎফর রহমান জর্জ, মুনিরা মিঠু, সফিক খান দিলু, রিয়াজ, নিপুণ, নাদিয়া, জাহিদ হাসান, শবনম ফারিয়া, সুজাত শিমুল, হিন্দোল রায়, রাশেদা চৌধুরী, মোশাররফ করিম, অপূর্ব, ডলি জহুর, আযম খান, সাদিয়া জাহান প্রভা, আনিসুর রহমান মিলন, স্নিগ্ধা মোমিন, আসিফ, নাইরুজ সিফাত, বাঁধন, অপূর্ব, উর্মিলা শ্রাবস্তী কর, আনন্দ খালেদ, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম, মৌসুমী হামিদ, তানজিন তিশা, তানভীর, সীমা, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, কাজল সুবর্ণ, তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া, অনি, ফুয়াদ, আনিসুর রহমান মিলন, মিশু সাব্বির, নাবিলা, মৌসুমী হামিদ, শ্যামল মাওলা, কাজল সুবর্ণ, নীলাঞ্জনা নীলা, জনি, তাহমিনা অথৈ, তৌসিফ, ফরহাদ, তৌসিফ, ইভানা, নাঈম, ফুয়াদ, নাবিলা, চৈতি, শখ ও তামিম মৃধা।