Beta

সিনেমা হলের সামনে কী করছেন আসিফ?

১৫ আগস্ট ২০১৮, ১৩:০০ | আপডেট: ২১ আগস্ট ২০১৮, ১০:০৯

‘ও কন্যা তোমারে’ গানের একটি দৃশ্যে সংগীতশিল্পী আসিফ আকবর। ছবি : সংগৃহীত

মিতালী সিনেমা হল। সেখানে চলছে সৈকত নাসির পরিচালিত ছবি ‘পাষাণ’। ছবি দেখতে এসেছেন অনেক দর্শক। সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছেন একজন ডিবি পুলিশ। সেই ডিবি পুলিশ হলেন সংগীতশিল্পী আসিফ আকবর! কি অবাক হচ্ছেন? এটা বাস্তবের কোন ঘটনা নয়।  

মিউজিক ভিডিওর প্রয়োজনে এরকমভাবে একটি সেট এফিডিসিতে নির্মাণ করেছেন নির্মাতা সৈকত নাসির। সংগীতশিল্পী আসিফ আকবরের ‘ও কন্যা তোমারে’গানের ভিডিওর শুটিং গতকাল এফিডিসিতে করেন তিনি। শুটিংয়ে গানের  মডেল হিসেবে অংশ নেন আসিফ আকবর নিজেই। তাঁকে ডিবি পুলিশের ভূমিকায় মিউজিক ভিডিওতে দেখা যাবে। ভিডিওতে তাঁর সঙ্গে মডেল হয়েছেন এ সময়ের নায়িকা শিরিন শিলা। গানটি লিখেছেন তরুণ মুন্সী। আসন্ন ঈদে নিউ ভিশন বিডির ইউটিউব চ্যানেলে দর্শক গানটি দেখতে পাবেন বলে জানিয়েছেন পরিচালক সৈকত নাসির।

গানের ভিডিওয়ের অভিজ্ঞতা নিয়ে আসিফ আকবর এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রথমবারের মতো ডিবি পুলিশের গেটআপ নিয়েছি। ভিডিওর গল্পটা অনেক মজার। আমি গায়ক অথচ এখন আমাকেও শুটিং করতে হয় (হাসি)।’

অন্যদিকে, চিত্রনায়িকা শিরিন শিলা প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। এ বিষয়ে এই চিত্রনায়িকা বলেন, “ভিডিওটা বিগ বাজেটের।কনসেপ্টও চমৎকার। সবচেয়ে বড় কথা আসিফ ভাইয়ের গান। এ কারণেই প্রস্তাব পাওয়ার পর ‘না’ করতেই পারিনি। আসিফ ভাইয়ার সঙ্গে কাজ করে ভালো অভিজ্ঞতা হয়েছে।”

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকরব এখন গান গাওয়ার পাশাপাশি ভিডিওয়ের শুটিংয়েও ব্যস্ত। গত জুলাইতে সৈকত নাসিরের পরিচালনায় তাঁর ‘আগুন পানি’ গানের ভিডিওটি ব্যাপক প্রশংসিত। গানের ভিডিওয়ের গল্পে আসিফকে ‘ডন’ হিসেবে দেখা যায়।এবার  নতুন গানের ভিডিওতে আসিফকে ডিবি পুলিশের ভূমিকায় দেখা যাবে। এখন দেখা যাক, শ্রোতারা গানের ভিডিওটি কীভাবে গ্রহণ করেন?

Advertisement