ঈদে জাহিদ-তিশার ধারাবাহিক ‘পলিসি কাশেম’

Looks like you've blocked notifications!

ঈদ উপলক্ষে টেলিভিশনে প্রচার হতে যাচ্ছে জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘ফেয়ার প্লে’। নাটকটি লিখেছেন কথাসাহিত্যিক ও নাট্যকার পলাশ মাহবুব, পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। নাটকটিতে আরো অভিনয় করেছেন আমীরুল হক চৌধুরী, কচি খন্দকার, মীরাক্কেলখ্যাত জামিল, সুজাত শিমুলসহ অনেকে।

‘পলিসি কাশেম’ সম্পর্কে নাটকটির নাট্যকার পলাশ মাহবুব বলেন, “একটি নাটকের ভালো-মন্দ শেষ বিচারে অনেকটাই নির্ভর করে পরিচালক ও কলাকুশলীদের ওপর। তবে নাট্যকারের জায়গা থেকে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি। বিনোদন ঘরানার হলেও ‘পলিসি কাশেম’ বক্তব্যধর্মী নাটক। আমার অন্য নাটকগুলোর মতো এই নাটকেও হাস্যরসের মধ্য দিয়ে দর্শকদের একটি মেসেজ দেওয়া হয়েছে। আশা করছি, ‘পলিসি কাশেম’ দর্শকরা উপভোগ করবেন।”

পরিচালক আবু হায়াত মাহমুদও নাটকটি নিয়ে বেশ আশাবাদী। তিনি জানালেন, ভালো স্ক্রিপ্ট, শিল্পীদের দারুণ অভিনয়, চ্যানেল কর্তৃপক্ষের আন্তরিকতা সব মিলিয়ে আশাবাদী হওয়ার মতো একটি কাজ হয়েছে। বাকিটা এখন দর্শকদের হাতে।

সাত পর্বের ধারাবাহিক ‘পলিসি কাশেম’ প্রচারিত হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত, রাত ৮টা ৪০ মিনিটে, বাংলাভিশনে।