হট মার্সিডিস কে উপহার দিল আমিরাকে?

ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আমিরা দস্তুরের স্বপ্ন ছিল একটি গাড়ির। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো তাঁর। দামি হট সোয়াঙ্কি মার্সিডিস উপহার পেলেন তিনি। কে দিল এই উপহার? না, কেউ নয়। আমিরা বলেছেন, নিজেকেই এ গাড়ি উপহার দিয়েছেন তিনি।
আর কিছুদিন পর মুক্তি পাবে কমেডি ছবি ‘রাজমা চাউল’। লীনা যাদব পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন আমিরা দস্তুর। ঋষি কাপুরের সঙ্গে তিনি জুটি বেঁধেছেন এ ছবিতে। ‘প্রস্থানম’ ছবির শুটিং চলছে। এ ছবিতে সুপারস্টার সঞ্জয় দত্তের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এ ছাড়া সাইকোলজিক্যাল থ্রিলার ‘মেন্টাল হ্যায় কিয়া’ ছবিতে কঙ্গনা রানাউত ও রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনয় করছেন।
আমিরা বলেন, খান্দালা পাহাড়ে তাদের খামারবাড়ি আছে। তাঁর মা-বাবা পাজেরো, কোয়ালিসের মতো দামি গাড়ি ব্যবহার করেন। তাঁর বহুদিনের শখ মার্সিডিস গাড়ি কেনার। কারণ তা আরামদায়ক।
‘১৬ বছর বয়স থেকে মডেলিং করছি। এখন আমার বয়স ২৫। অবশেষে সিদ্ধান্ত নিলাম নিজের টাকায় গাড়ি কিনব। আমি সবসময় এ গাড়ি চেয়েছিলাম। বাবাও তা-ই চেয়েছিলেন।’
মেয়ের গাড়ি কেনার খবরে আমিরার বাবার চোখে জল এসেছিল। বলেছেন, মেয়ের জন্য গর্বিত তিনি। গাড়ির চাইতে বাবার আনন্দ আমার কাছে বড়। ‘মা-বাবাকে খুশি করতে পেরে খুব ভালো লাগছে। এত অল্প বয়সে গাড়ি কেনার মতো সামর্থ্য হওয়ায় তাঁরা খুব খুশি। বাবা বলেছেন, তিনি আমার জন্য গার্বিত। এ চেয়ে সুখের আর কী হতে পারে’, বলেন আমিরা।
ভক্তরাও খুশি। তাঁরা বলছেন, আমিরার জয় হোক।