বিয়ের সময় নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কার মা

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী, গীতিকার নিক জোনাসের বাগদানের পর এখন বিয়ের দিনক্ষণ নিয়ে আলোচনা সর্বত্র। গুঞ্জন আছে, আগামী অক্টোবরেই এ তারকা যুগলের বিয়ে হতে যাচ্ছে। তবে এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া।
অনলাইন ডিএনএকে মধু চোপড়া বলেন, ‘তাঁরা (প্রিয়াঙ্কা-নিক) এখনও বিয়ের তারিখ নির্ধারণ করেনি। এটা খুব আগে। এসব একেবারেই ভিত্তিহীন গুজব। এখন তাদের অনেক কাজ আছে, আর তা শেষ করতে হবে। কোথায় কখন বিয়ে করতে চায় তাঁরা, এর জন্য সময় দিতে হবে।’
গত শনিবার প্রিয়াঙ্কা ও নিকের বাগদান হয় আনুষ্ঠানিকভাবে। হিন্দু রীতি মেনে পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এ তারকাযুগলের পরিণয়ের প্রথম ধাপ। এরপর থেকেই ভক্তরা তাদের বিয়ের দিনক্ষণের জন্য মুখিয়ে আছেন।
সম্ভাব্য বিয়ের তারিখ জানতে চাইলে অনুষ্ঠানে উপস্থিত একজন গতকাল ভারতীয় গণমাধ্যম মিড ডে-কে বলেছিলেন, সবাই জানতে চেয়েছিলেন তাঁরা কবে বিয়ে করবেন। এটা শিগগিরই হবে। সময় পরে জানানো হবে। তবে তা প্রিয়াঙ্কার ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির পর। আগামী সপ্তাহেই প্রিয়াঙ্কা এ ছবির কাজ শুরু করবেন।
অনেকেই নাকি পরামর্শ দিচ্ছেন, প্রিয়াঙ্কা-নিকের বিয়ে চলতি বছরের শেষের দিকে আয়োজন করতে। আবার কেউ কেউ বলছেন, ১৬ সেপ্টেম্বর নিকের জন্মদিনে বিয়ের আয়োজন করতে। তবে প্রিয়াঙ্কার মা এসব গুঞ্জন উড়িয়ে দিলেন।
মধু চোপড়া বলেন, ‘আমি চেয়েছিলাম ওদের বাগদান ভারতীয় বিয়ের ঐতিহ্য মেনেই হোক। এটাই ছিল আমার একমাত্র চাওয়া। আমি পূজো দিয়ে রোকা শুরু করি, যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি আধুনিক মা, তবে হৃদয়ে সম্পূর্ণ রক্ষণশীল।’
রোকা অনুষ্ঠানে প্রিয়াঙ্কা ও নিক আগে পূজার জন্য বসেছিলেন। এরপরই আংটি বদল করা হয়। মধু চোপড়া বলেন, ‘পূজা চলাকালে নিক প্রার্থনা উপভোগ করেছে। এটা ওর জন্য একেবারেই নতুন কিছু, তাই সে এটাকে আন্তরিকভাবে নিয়েছিল। পণ্ডিত যা বলেছেন, তা-ই অনুসরণ করেছে নিক। সংস্কৃত মন্ত্রও ঠিকঠাক বলেছিল। নিক ও তাঁর মা-বাবা সবাই সুন্দরভাবে সব করতে পেরেছিল। তাঁরা সত্যিই অসাধারণ মানুষ।’
হবু জামাইয়ের প্রশংসা করে প্রিয়াঙ্কার মা বলেন, ‘নিক খুবই শান্ত ও পরিপক্ক। সে অসাধারণ মানুষ। পরিবারের প্রত্যেকেই তাঁকে ভালোবাসে। সে বিনয়ী ও বড়দের প্রতি শ্রদ্ধাশীল। মা যা চায়, তা-ই।’
জানা যায়, প্রিয়াঙ্কা-নিকের বাগদানের কেক বিশেষভাবে তৈরি করা হয়েছিল। এর ওজন ছিল ১৫ কেজি— তিনজন লোক লেগেছে এই কেকটি তুলতে। মজার খবর হলো, কেকটি সাজানো হয়েছিল ২৪ ক্যারেট সোনা দিয়ে!
তিন স্তরের সাদা ও গোলাপি রঙের কেকটি মোড়ানো হয় সোনা দিয়ে। ফুলের অঙ্গসজ্জাও নজর কাড়ে সবার। ২৪ ক্যারেট সোনায় মোড়ানো ১৫ কেজি ওজনের কেকটি ৩০ জন অতিথিকে পরিবেশন করা হয়। ২৪ ক্যারেট সোনার পাতা, গোলাপি অর্কিডসহ অনেক কিছুই ব্যবহার করা হয় এতে।
প্রিয়াঙ্কা-নিক জুটির প্রথম দেখা হয় মিট গালা-২০১৭ অনুষ্ঠানে। এর কিছুদিন পর থেকেই এ কপোত-কপোতির প্রেমের গুঞ্জন শুরু হয়। তাঁদের দুজনকে নিউইয়র্কে বিভিন্ন লাঞ্চ ও ডিনার পার্টিতে একসঙ্গে দেখা যায়। এখন বিয়ের অপেক্ষা।