‘নারীর ক্ষমতা’ ধারণায় বিশ্বাস নেই সুস্মিতার

Looks like you've blocked notifications!

সাবেক বিশ্বসুন্দরী, মডেল ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন বলেছেন, সমাজ এখন সঠিক দিকে এগিয়ে যাচ্ছে। তাঁর সময়ের সঙ্গে তুলনা করলে এখন অনেক পরিবর্তন এসেছে মানুষের মধ্যে। একাই উঠব এ ধারণা থেকে বেরিয়ে নারী এখন পরস্পরের সহায়ক হয়ে কাজ করছেন। ‘নারীর ক্ষমতা’- এই ধারণায় বিশ্বাস নেই বলেও জানিয়েছেন তিনি।

৪২ বছর বয়সী এ অভিনয়শিল্পী বলেন, ‘পৃথিবী এখন অধিকতর ভালো হচ্ছে। এমনকী পুরুষও নারীর অধিক সহায়ক হচ্ছে এবং ব্যক্তিস্বাতন্ত্র্যকে গ্রহণ করছে।’ খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, ‘এই সময়কে ভালোবাসি এ কারণে, নারীকে উপরে উঠতে অন্যকে আর নিচে নামাতে হয় না। এখন কেউ যদি ওসব বলে, ওই লোককে নিশ্চিত কেউ পাত্তা দেবে না। নতুন প্রজন্মের নারী-পুরুষ অনেক বেশি একে-অপরের সহায়ক।’

‘একটা সময় ছিল, যখন, নারী কী পরেছে? কেমন দেখতে লাগছে?— এসব নিয়ে সবাই ব্যস্ত থাকত। আমি খুশি, এখন ওসব বদলেছে। এটা দেখতে আমার খুব ভাল লাগে যে, আমার ছেলেমেয়েরা এমন পরিবেশে বড় হচ্ছে।’

সুস্মিতা আরো বলেন, ‘নারীরা এখন তাদের পক্ষে দাঁড়াতে অনেক বেশি অনুপ্রাণিত। আমি নারীর ক্ষমতা বা এটা-ওটা নিয়ে কথা বলি না। কারণ আমি বিশ্বাস করি, এর জন্য লড়াই বলে দেয় আমরা দুর্বল। আমি এ ধারণায় বিশ্বাস করি না। আমার মতে, নারীর জন্য কোনো লড়াই নেই।’

সুস্মিতা আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলেন। তিনি বলেন, নিজের চেহারা নিয়ে মেয়েরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী।

‘যখন আমরা অন্যকে অনুকরণ করা বন্ধ করব, তখন জীবন অনেক সহজ হয়ে যাবে— সব দিক থেকেই, হোক এটা চেহারা বা শরীরকাঠামো অথবা অন্যকিছু। প্রত্যেকেই তার মতো করে, ভিন্নভাবে নিজেকে তৈরি করছে। আমরা যদি আমাদেরকে প্রশংসা না করি, তবে আমাদের জন্য পৃথিবীর সময় কোথায়? আমি মানুষকে বিশ্বাস করি, বিশেষ করে নারীকে, যারা নিজেকে গ্রহণ করতে জানে।’

সুস্মিতা সেন ল্যাকমি ফ্যাশন উৎসবে এসব কথা বলেন। সুনিতা শংকরের ডিজাইনে এদিন তিনি আরএমভি সিল্ক পরে র‍্যাম্পে হাঁটেন।