এখনও সর্বোচ্চ আয় মাইকেল জ্যাকসনের

মার্কিন সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনই সর্বোচ্চ আয় করা মৃত সেলিব্রেটি। ২০১৭ সালে মাইকেল জ্যাকসন আয় করেন ৭৫ মিলিয়ন মার্কিন ডলার, টাকায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৬৩০ কোটি। ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, মৃত এই সংগীতশিল্পী জীবিত অবস্থায়ও এত আয় করতে পারেননি।
২০১৬ সালে মাইকেল জ্যাকসনের আয় ছিল ৮০০ মিলিয়ন মার্কিন ডলার— যা জীবিত বা মৃত যেকোনো তারকার বার্ষিক আয়ের মধ্যে সর্বোচ্চ।
ফোর্বসের তথ্য অনুযায়ী, মাইকেল জ্যাকসন তাঁর ক্যারিয়ারে (মৃত্যুপূর্ব ও মৃত্যুপরবর্তী) সবমিলিয়ে করপূর্ব তিন বিলিয়ন ডলার আয় করেছেন— মুদ্রাস্ফীতি সমন্বয় করা হলে তা হবে চার বিলিয়নের কাছাকাছি।
২০০৯ সালে মাইকেল জ্যাকসন মাত্রাতিরিক্ত ওষুধ খাওয়ার দরুণ মারা যান। আজ ২৯ আগস্ট তাঁর ৬০ বছর পূর্ণ হলো।
মৃত সেলিব্রেটিদের তালিকায় সর্বোচ্চ আয় করা আরো যারা রয়েছেন— গলফার আরনোল্ড পালমার (৪০ মিলিয়ন মার্কিন ডলার), ব্যঙ্গচিত্রকর চার্লস স্কুলজ (৩৮ মিলিয়ন মার্কিন ডলার), এলভিস প্রিসলি (৩৫ মিলিয়ন মার্কিন ডলার) এবং বব মার্লে (২৩ মিলিয়ন মার্কিন ডলার)।
এ বছর জ্যাকশনের ভিডিও এক বিলিয়নেরও বেশি মানুষ দেখেছেন।