ট্রিপল-এক্স ছবির চতুর্থ পর্বেও দীপিকা

বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোনের হলিউড অভিষেক হয়েছিল ‘ট্রিপল-এক্স : রিটার্ন অব জান্দার কেজ’ ছবি দিয়ে। ওই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন অ্যাকশন হিরো ভিন ডাইসেল। ছবিটির চতুর্থ পর্বেও দীপিকা থাকবেন বলে জানিয়েছেন পরিচালক ডি জে কারুসো।
আজ সোমবার পরিচালক ডি জে কারুসো টুইট বার্তায় বলেন, ‘চাইনিজ সংগীতশিল্পী-অভিনেতা রয় ওয়াংকে ট্রিপল-এক্স পরিবারে স্বাগতম।’ তখন একজন প্রশ্ন করেন, ‘দীপিকা পাড়ুকোনের কী খবর? তিনি কি এ ছবিতে থাকছেন?’
‘হ্যাঁ’, উত্তর দেন কারুসো।
ছবিতে দীপিকা পাড়ুকোনের অভিনয় নিশ্চিত হওয়ার পর ওই টুইটার ব্যবহারকারী ফের জিজ্ঞেস করেন, ‘দীপিকার শুটিং শিডিউল কবে?’ পরিচালক কারুসো বলেন, ‘কাজ চলছে। এখন চিত্রনাট্য প্রস্তুতির শিউডিল চলছে।’
হলিউডে অভিনয়ের পর থেকে দীপিকার জনপ্রিয়তা আগের চেয়ে অনেক বেড়েছে। গত বছর ছবিটির প্রচারণার জন্য অভিনেতা ভিন ডাইসেল ভারত ভ্রমণ করেন। সঙ্গে ছিলেন পরিচালক কারুসোও।
তৃতীয় পর্বের ট্রিপল-এক্স ছবিতে দীপিকা পাড়ুকোন সেরেনা উঙ্গারের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি বিশ্বব্যাপী ৩০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।